v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের প্রকাশনা শিল্পের ৩০ বছর সংস্কার ও উন্মুক্তকরণের পথ
2008-11-17 19:48:54

    ৩০ বছরের উন্নয়নের পর চীনা মানুষদের 'বই কেনার সমস্যা' দূরীভূত হয়েছে। আমরা বইয়ের সাগরে ভেসে এখন প্রকাশনা শিল্পের বিকাশের সাফল্য উপভোগ করছি। এ ক্ষেত্রে চীনে থাকা বিদেশীরাও তা অনুভব করেছেন। রাশিয়ান আন্না গত শতাব্দীর ৯০'র দশকের প্রথম দিকে চীনে এসেছেন। তিনি বলেন, 'সংস্কার ও উন্মুক্তকরণের বিকাশের সঙ্গে সঙ্গে চীনের বিদেশী ভাষার বই অনেক বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীনের বইয়ের বাজার অনেক সমৃদ্ধ হয়েছে। এখন বেইজিংয়ের ওয়াংফুচিং ও সিডানের বই ভবনে বিশেষ করে রুশ ভাষার বইয়ের কাউন্টার আছে। অলিম্পিক গেমস চলাকালে আমরা বেইজিংয়ে রাশিয়ার প্রকাশিত পত্রিকা ও ম্যাগাজিনও কিনতে পেরেছি।'

    গত ৩০ বছরে চীনে প্রাথমিকভাবে 'গ্রন্থস্বত্ব আইন' অনুসারে মুদ্রণ ও প্রকাশনা আইনের কাঠামোগত ব্যবস্থা গড়ে উঠেছে। ২০০৭ সালে চীনের বিভিন্ন অঞ্চলের গ্রন্থস্বত্ব প্রশাসনিক সংস্থা মোট ৭ কোটি নানা ধরনের জাল পণ্য উদ্ধার করেছে। এর মধ্যে নকল বই রয়েছে ১ কোটিরও বেশি।  

চাং ইউয়ান চি

   চাং ইউয়ান চিয়ে হচ্ছেন চীনের বিখ্যাত লেখক। তাঁর রচিত রূপকথা ২০ বছর ধরে জনপ্রিয়। তিনি বলেন, 'আমি ১৯৮১ সালে নিজের বই প্রথম প্রকাশ করি। তখন নকলের কোনো সুযোগ ছিলো না। পরে নকল করার প্রবণতা বড় আকার ধারণ করেছে। আমার মনে হয়, ১৯৯১ ও ১৯৯২ সালে নকল করার সমস্যা সবচেয়ে মারাত্মক ছিল। সরকারও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতো না। এখন প্রকাশনার পরিবেশ অনেক ভালো হয়েছে। গ্রন্থস্বত্ব সংরক্ষণ করা যায়। আমাদের লেখার প্রতি আগ্রহও অনেক বেড়েছে।'

    ৩০ বছরে চীনের প্রকাশনা শিল্প অব্যাহত বৈদেশিক নীতি উন্মুক্তকরণ করে আসছে। ১৯৯২ সালে চীন 'বার্ন কনভেনশন' ও 'বিশ্ব গ্রন্থস্বত্ব কনভেনশন'-এ যোগদান করে। ২০০৩ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার সময় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে প্রকাশনা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার পদক্ষেপ দ্রুততর করেছে।

 ইয়ান সিয়াও হোং

   সম্প্রতি বেইজিংয়ে শেষ হওয়া ১৫তম বেইজিং আন্তর্জাতিক বই মেলায় চীনের জাতীয় মুদ্রণ ও প্রকাশনা সাধারণ কার্যালয়ের উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও হোং বলেছেন, 'ভবিষ্যতে চীন সরকার প্রকাশনা শিল্প উন্নয়নের সহায়ক মাত্রা ও ব্যাপকতা আরো জোরদার করবে। চীন দেশি-বিদেশি প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আওতা, ক্ষেত্র ও পদ্ধতির সম্প্রসারণ করবে এবং আরো বেশি সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সৃষ্টির উত্সাহ দেবে। এর পাশাপাশি চীন সরকার নকল পণ্যের ওপর আঘাত হানার মাত্রাও জোরদার করবে। কম ব্যয় ও সুবিধাজনক লেনদেনের গ্রন্থস্বত্বের সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। একই সঙ্গে দেশি-বিদেশি প্রকাশনা ক্ষেত্রের সহযোগিতার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।' (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China