এ প্রবন্ধ চীনাদের মতাদর্শ দিক থেকে মুক্তি অর্জনের ওপর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা চীনাদের মতাদর্শগত মুক্তির লক্ষ্যে তত্ত্বগত প্রস্তুতি এনে দিয়েছে। এ প্রবন্ধ সারা চীনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করার সঙ্গে সঙ্গে চীনের তত্কালীন নেতা তেং সিয়াও পিংয়ের দৃষ্টি আকষণ করে । একই বছরের জুন মাসে তেং সিয়াও পিং স্পষ্টভাবে এ প্রবন্ধের মতামতকে সমর্থনের কথা জানিয়েছেন। এ সম্পর্কে ওয়াং ছিয়াং হুয়া স্মরণ করে বলেন:" ১৯৭৮ সালের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত চীনের বিভিন্ন প্রদেশ পৃথক পৃথকভাবে এ প্রবন্ধের ধারণাকে সমর্থনের কথা প্রকাশ করেছে।"
একই বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির ১১তম জাতীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে এ প্রবন্ধ " সারা কমিউনিস্ট পার্টির সকল সদস্য এবং চীনাদের মতাদর্শগত মুক্তির লক্ষ্যে লক্ষণীয় ঐতিহাসিক তত্পর্য সম্পন্ন" বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে এবারের সম্মেলনে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকরের কথা ঘোষণা করেছে। এ সম্পর্কে ওয়াং ছিয়াং হুয়া স্মরণ করে বলেন:" আমি মনে করি, একটা ব্যাপার ঠিক কী না, তা শুধু কয়েক জনের কথার ওপর নির্ভর করলে চলবে না। আসলে বাস্তবতা হচ্ছে সত্যতা পরীক্ষা দেয়ার একমাত্র মানদন্ড।"

২০০৪ সালে ওয়াং ছিয়াং হুয়া " কুয়াং মিং পত্রিকা" থেকে অবসর নিয়েছেন। তবে তিনি অব্যাহতভাবে চীনের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন ঐতিহাসিক সময় জটিল পরিস্থিতি ও বিভিন্ন মতাদর্শের সম্মুখীন প্রেক্ষাপটে নতুন অবস্থা এবং নতুন সমস্যাও অবিরাম দেখা দেয়।এ ব্যাপারে সকলের মুক্ত মনের মতাদর্শ প্রদান করা উচিত। এ সম্পর্কে ওয়াং ছিয়াং হুয়া বলেন:" মুক্ত মনের মতাদর্শ হচ্ছে আজকের বাস্তবতা অনুযায়ী বিজ্ঞানসম্মত উন্নয়নের তত্ত্বে অবিচল থাকা। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ কেন সঠিক? এটি কোন একজন উপস্থাপন করেছেন তা নয়, বরং ৩০ বছরের বাস্তবতা থেকে তা প্রমাণিত হয়েছে। চীন সত্যিকারভাবেই পরিবর্তন করেছে। এর মাধ্যমে চীনের অধিবাসীরা উপকৃত হয়েছেন। জীবন-যাত্রার মান অনেক উন্নত হয়েছে। এটাই বাস্তব সত্য ।"
ওয়াং ছিয়াং হুয়ার একটি ঘরের টেবিলে একটি নতুন কম্পিউটার রয়েছে। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, এ কম্পিউটারটি যে কোন সময় তার প্রয়োজনীয় তথ্য জানা এবং সংগ্রহের লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, এখন তিনি সংবাদ সম্পাদনা বিষয়ক একটি বই লেখার চেষ্টা করছেন। এ বই প্রকাশের পর নিশ্চয় তা আমাদেরকে তিনি প্রদান করবেন। --ওয়াং হাইমান 1 2 |