v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নয়া চীনের প্রথম যৌথ মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উ সু ছিং
2008-11-07 21:15:20

শ্রোতাবন্ধুরা, আপনি বিমানে ভ্রমণ করার সময় সাধারণত বিমানের নির্ধারিত খাবার খেয়েছেন। কিন্তু আপনি হয়তো জানেন না যে , বিমানে এ নির্ধারিত সব খাবারগুলো তৈরী ও সরবরাহের জন্য নয়া চীনের প্রথম যৌথ মালিকানা শিল্পপ্রতিষ্ঠানের জন্ম হয়। এর মধ্যে একজন নারীকে বাণিজ্য ক্ষেত্রের একজন বিখ্যাত মানুষ বলে অভিহিত করা হয়। উনি হচ্ছেন পেইচিং বিমান খাদ্যদ্রব্য লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা এবং হংকংয়ের বিখ্যাত নারী শিল্পপতি উ সু ছিং।

" ১৯৭৮ সালের ১০ ডিসেম্বর আমরা ১১জন প্রাথমিকভাবে হংকং থেকে ট্রিন করে লুও হুয়ে পৌঁছাই তারপর শেন চেনে গিয়ে আবারও ট্রেনে করে কুয়াং চৌ-এ চলে যাই। তারপর সেখান থেকে সন্ধ্যায় ছোট একটি বিমানে কুই ইয়াং গিয়ে সেখানকারে খাবার খেয়ে আবারও ছেং তু-এ যাওয়ার জন্য রওয়ানা ফেই"

৩০ বছর পর হয়ে গেলেও উ সু ছিং সংবাদদাতাদের সঙ্গে তার প্রথমবারের মূলভূভাগে আসার বিষয়টি স্মরণের সময় ঠিক স্পষ্ট করেই স্মরণ করেছেন এখানে আমার দিনটির কথা । তিনি ও তার সঙ্গী ১০জন হংকংয়ের শিল্প ও বাণিজ্য মহলের ব্যক্তি সিনহুয়া বার্তা সংস্থার হংকং শাখার আমন্ত্রণে প্রথমবারের মতো মূলভূভাগে আসেন।

সেসময় মূলভূভাগের পরিবহনের মান তেমন একটা সুবিধার ছীল না । তারপর তিনি ও তাঁর সহকর্মীরা বেশ আনন্দিত। যেন একজন ভ্রমণকারী একজন মানুষ দীর্ঘকাল পরে পুনরায় নিজের জন্মস্থানে ফিরে আসতে পেরেছেন।

দশ দিনের মধ্যেই উ সু ছিং প্রায় অর্ধেক চীন ঘুড়ে পেড়িয়েছেন। অবশেষে তিনি মূলভূভাগে পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত নেন। যা তাঁর ফিরে আসার সময় ট্রেনে একটি বেতার সম্প্রচারের খবর শোনার সঙ্গে সম্পর্কিত।এ সম্পর্কে তিনি বলেন:

" সেদিন উ হান থেকে কুয়াং চৌ যাওয়ার পথে ট্রেনে প্রচারিত হছিল তেং সিয়াও পিংয়ের বহিবিশ্বের মানুষদের মূলভূভাগে এসে পুঁজি বিনিয়োগের স্বাগত জানানোর কথা।"

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China