v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
৩০ বছরে আদর্শ ব্যক্তির পরিবর্তন
2008-11-03 19:38:43
 

লিউ সিয়াং

   ২০০৭ সালের ১২ মে চীনের সেরা দশ লরেন্স চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছাংশা শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের লিউ সিয়াং এ বছরের শ্রেষ্ঠ খেলোয়াড় ও সবচেয়ে জনপ্রিয় তারকা এ দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন।

 ইয়াও মিং

   ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারী মার্কিন যুক্তরাষ্টের লাস ভেগাসের এনবিএ সম্পূর্ণ তারকার সপ্তাহান্তিক পার্টিতে চীনা বাস্কেটবল খেলোয়াড় ইয়াও মিং একটি বাস্কেটবলে সই করেন।

    বিনোদন মহলের তারকা ছাড়া বর্তমানে চীনে মাও ছে তুং ও চৌ আনলাই প্রমুখ রাজনৈতিক নেতাদের প্রতি সাধারণ মানুষদের ভক্তি এখনো রয়েছে। সরকার আরো অনেক সরকারী কর্মীর নতুন আদর্শ ব্যক্তিত্ব স্থাপন করেছে। ইয়াও মিং ও লিউ সিয়াং এর মতো খেলোড়াররাও বিনোদন জগতের তারকার মতো ব্যাপক ভক্ত আছে। বিল গেটস, ইউয়ান লোং পিং ও মা ইয়ুনসহ অনেক শিল্পপতি আর বুদ্ধিজীবী হচ্ছে যুবক-যুবতীদের নতুন একজন আদর্শবান ব্যক্তিত্ব। ছিয়ান চোং শু ও ছেন ডান ছিয়াং এর মতো নাম করা লেখকদেরও অনেক ভক্ত আছে। তথ্য বিস্ফোরণের দিনে মানুষের আদর্শবান ব্যক্তিকে বেছে নেয়ার মানদন্ডেরও পরিবর্তন হয়েছে। অভূতপর্ব ব্যাপার হচ্ছে এখন অনেক লোক বলে, নিজেই হচ্ছে নিজের আদর্শিক ব্যক্তিত্ব। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China