সাংস্কৃতিক মহা বিপ্লবের পর সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার প্রথম কয়েক বছরে চীনে দেশব্যাপী কোন আদর্শ ব্যক্তি আবির্ভূত হয় নি। বিংশ শতাব্দীর ৬০'র দশকে আবির্ভুত লেই ফাং ও ওয়াং চিন শিসহ নানা আদর্শ ব্যক্তিদের প্রভাব অব্যাহত রয়েছে। তাঁদের প্রভাবাধীন শক্তি কয়েক প্রজন্মের চীনাদের ওপর পড়েছে। তবে এ সময় কিছু পরিবর্তন গোপনে ঘটেছে। ৭০'র দশকের শেষ দিকে অর্থাত্ সংস্কার ও উন্মুক্তকরণের প্রথম দিকে দু'জন সূচনামূলক আদর্শিক ব্যক্তি হঠাত্ আমাদের সামনে দাঁড়ান। তাঁরা হলেন:
.jpg)
তেং লি চুন
২০০৭ সালের ২২ নভেম্বর 'বেইজিংয়ে স্বপ্ন বাস্তবায়ন' নামে তেং লি চুন এর সর্বোত্কৃষ্ট গানের একটি অনুষ্ঠান বেইজিং প্রদর্শনী থিয়েটারে অনুষ্ঠিত হয়। চীনা ভাষার পপ গানের জগতে তেং লি চুন একজন প্রবাদ প্রতীম ব্যক্তিত্ব। তাঁর গান এ প্রজন্মের মানুষের ওপর দারুণ প্রভাব ফেলেছে।
.jpg)
ছেন চিং রুন
গণিতবিদ ছেন চিং রুন কেবল ৬ বর্গমিটার ক্ষুদ্র ঘরে একাগ্রচিত্তে গোল্ডবাহস প্রব্লেমের ওপর গবেষণা করেছেন। কঠোর সাধনার পর তিনি অবশেষে পৃথিবী কাঁপানো সাফল্য অর্জন করেছেন। 'সাংস্কৃতিক মহা-বিপ্লব' এর পরপরই সেই 'বৈজ্ঞানিক বসন্তকালে' ছেন চিং রুন চীনের ব্যাপক যুবক-যুবতীদের বৈজ্ঞানিক অঙ্গনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উত্সাহ দিয়েছেন।
.jpg)
চীনের জাতীয় নারী ভলিবল দল
'নারী ভলিবল দলের কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং চীনকে পুনরুদ্ধার করা' ছিলো বিংশ শতাব্দীর ৮০'র দশকে চীনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান। নারী ভলিবলের মর্মতেজ হচ্ছে চীনের সমাজ সংগ্রামের কেন্দ্রীভূত প্রতিফলন।
1 2 |