v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
মো হুইলান ও সভেটলানা হোর্কিনা
2008-10-21 20:54:59

সাক্ষাতের সময় তিনি যে আন্তরিকতা দেখিয়েছেন তাতে আমি অনুভব করেছি,আমরা অতি পরিচিত মানুষ । প্রতিযোগিতার মাঠে ও বাইরে তিনি একেবারে ভিন্ন মানুষ । সবার এ মন্তব্য সম্পর্কে "বরফ-সুন্দরী"হোর্কিনা বলেন, আসলে আমি একজন বহির্মুখী মানুষ ।

প্রতিযোগিতা একটি গুরু গম্ভির কাজ । তোমাকে গম্ভিরভাবে তা মোকাবেলা করতে হবে । পক্ষান্তরে প্রতিযোগিতার পর সকলে যথেচ্ছভাবে আমোদপ্রমোদ,হাসিখুশি ও হৈচৈ করতে পারে । প্রতিযোগিতার মাঠে তোমার দায়িত্ব জয় করা, এ ধরণের পরিবেশে হাসা-হাসি করা ঠিক নয় । হোর্কিনা ঠিকই বলেছেন । মো হুইলানের সঙ্গে কথা বলার সময় আনন্দিত হয়ে হোর্কিনা মন খুলে হাসেন ।

তিনি মাঝেমধ্যে রহস্য গল্প বলে সবাইকে হাসান । বেশ কিছু বিষয়ে মো হুইলানের সঙ্গে তিনি একই মত পোষণ করেন জেনে হোর্কিনা শিশুর মতো উল্লাসিত হয়ে উঠেন । তিনি মনে করেন, তার সঙ্গে আরো আগে পরিচয় হলে কত ভাল হত । সবেমাত্র শেষ হওয়া পেইচিং অলিম্পিক গেমসের জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার কথা বলতে গিয়ে হোর্কিনা গম্ভির হয়ে ওঠেন ।

তিনি বলেন, নিজের দেশের জিমন্যাস্টরা ভাল ফল পায় নি দেখে আমার মাঝেমাঝে মাঠে গিয়ে তাদেরকে সাহায্য করার ইচ্ছেও হয়েছে । আসলে তখন আমার মন ভারাক্রান্ত ছিল । পেইচিং অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় চীনা জিমন্যাস্টরা চমত্কার ফল পেয়েছেন । তারা অন্য দলকে পরাজিত করে মোট ৯টি স্বর্ণপদক জিতেছেন । কিন্তু রাশিয়ার জিমন্যাস্টরা একটি সোনাও পায় নি ।এ সম্পর্কে মো হুইলান বলেন, ২০০০ থেকে ২০০৪ সাল পযন্ত সময়ের মধ্যে চীনা দল রাশিয়াদলের মতো পুরনো ও নতুন দল পরিবর্তনের নিম্ন স্তরে ছিল ।

এ বছর রাশিয়া দল সম্ভবত এমন একটি নিম্ন স্তরে আছে । তাদের দলের একজন লীডার বা একজন অপরিহায কর্মীর অভাব বলে প্রতিযোগিতার সময় রাশিয়া দল ভাল ফল পায়নি । তবে তাদের খেলার কৌশল খারাপ ছিল না । তারা দুজন চীনা দলের উচ্চ মূল্যায়ন করেছেন ।

হোর্কিনা বলেন, তাদের সাফল্য থেকেই সব প্রমাণিত হয়েছে । বর্তমানে শক্তির মান থেকে দেখতে গেলে জিমন্যাস্টিকস ক্ষেত্রে চীনা দল বিশ্বে উন্নত মানে রয়েছে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China