v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
মো হুইলান ও সভেটলানা হোর্কিনা
2008-10-21 20:54:59

১০ বছর আগের জিমন্যাষ্টিকসে চীনের নারী জিমন্যাষ্ট মো হুইলান ও রাশিয়ার বিখ্যাত জিমন্যাষ্ট হোর্কিনা পরস্পরের প্রতিযোগী । আজ চীন ও রাশিয়ার নারী জিমন্যাস্টিকসের এই দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন চীন আন্তর্জাতিক বেতার সি আর আইয়ের রুশ অনুষ্ঠানে মিলিত হন ।

কথাবার্তার সময় দুজন একই মনোভাব ব্যক্ত করেন যে,আরো আগে তাদের পরিচয় হলে ভাল হত । মো হুইলান ও হোর্কিনা কথা বলার সময় যা বেশি শোনা যায় তা হল , দুজন পুরনো বন্ধুর অনেক দিন পর পুনরায় মিলিত হওয়ার হাসি । ভাবতে পারি না , এটা মো হুইলান ও হোর্কিনার প্রথমবারের মত প্রত্যক্ষ বিনিময় । দশবারো বছর আগে দুজনের সাক্ষাত হয় প্রতিযোগিতার মাঠে ।তখন দুজন পরস্পরকে প্রতিযোগী হিসেবে দেখতেন ।

১৯৯৫ সালের বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপে মো হুইলান ও হোর্কিনার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা হয়। শেষে দুজন সমান সমান হন ।মো হুইলান হোর্কিনাকে পরাজিত করে বিমে চ্যাম্পিয়ন হন আর হোর্কিনা মো হুইলানকে পরাজিত করে প্যারালাল বারে স্বর্ণ পদক অর্জন করেন । এবারের প্রতিযোগিতা দুজনের মনে গভীর দাগ কেটেছে । মো হুইলান স্মরণ করে বলেন, তার সঙ্গে আমার প্রথমবার দেখার সময়ে প্যারালাল বারে তার দেহের গঠন ও উন্নতমানের নৈপুন্যতার আকর্ষণ ছাড়া তার ফ্লোরের নাচ কী সুন্দর ছিল!সবাই বলতেন ,তিনি জিমন্যাস্টিকস প্রতিযোগিতার একটি সোয়ান পাখি ।খুব সুন্দর । এমন কি হোর্কিনা মো হুইলানের চেহারার এক তিলও ভুলেননি ।

তিনি বলেন, একবার বিশ্ব চ্যাম্পিয়নশীপে আমি লক্ষ্য করেছি , আমার সামনে একজন শক্তিশালী প্রতিযোগী আছেন । পরে তিনি চ্যাম্পিয়ন হলেন । তিনিই মো হুইলান । যদিও প্রতিযোগিতার সময় তার ছোট একটি ভুল ছিল,তবুও তিনি একজন শক্তিশালি প্রতিযোগী । তিনি ,বিশেষ করে তার চেহারার এই কালো তিল আমার মনে গভীর রেখাপাত করেছে । এর পরের কয়েক বছরে আমরা সরাসরী প্রতিযোগী হয়েছি ।

হোর্কিনা " বরফ- সুন্দরী" নামে পরিচিত ছিলেন । কারণ প্রতিযোগিতার মাঠে তিনি সবসময় গম্ভির । সংবাদমাধ্যম ইচ্ছা করলেই তাকে প্রশ্ন করতে সাহস করত না ।

এই কারণে ১৯৯৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে হোর্কিনা আহত অবস্থায় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এমন খবরও খুব কম লোক জানেন । কিন্তু বাস্তব জীবনে " বরফ- সুন্দরী" হোর্কিনা "ঠান্ডা" নন । এ সম্পর্কে মো হুইলান বলেন, আমার মনের ওপর যা সবচেয়ে গভীর রেখাপাত করেছে তা ১৯৯৬ সালের অলিম্পিক গেমসের পরের কথা । আমরা যুক্তরাষ্ট্রে একটি প্রদর্শনী খেলায় অংশ নিচ্ছিলাম ।
1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China