এমেই পাহাড়ের পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে একটি বুদ্ধ মূর্তী রয়েছে যা বিশ্বের বৃহত্তম মূর্তি
বুদ্ধ মূর্তী লেশান পাহাড়ে খোদাই করা হয়। সেজন্য এই বুদ্ধ মুর্তীর নাম হল লেশান মিলে মুর্তী। লেশান বুদ্ধ মূর্তী লেশান পাহাড়ের মত লম্বা, উচ্চতার প্রায় ৭০মিটার, তার কাঁধ ২০মিটার চত্তড়া। লেশান বুদ্ধ মূর্তীর মাথা পাহাড় শৃংগের একই লাইনে, দু'পা রয়েছে পাহাড়ের নিচে নদীর পানির ভেতরে। তার দু'হাত দুই হাটুঁর ওপর রাখা এবং মুখে শান্তি ও জনকল্যাণের নির্মল ছাড়া। চীনে একটি কথা রয়েছে যে, লেশান পাহাড় নিজেই একটি বুদ্ধ মূর্তী আর লেশানে বুদ্ধ মূর্তী হল একটি পাহাড়। তাহলে কেন এত বড় বোড় বুদ্ধ মূর্তী নির্মাণ করা হয়েছে এবং কে এই বুদ্ধ মূর্তী নির্মাণ করেছেন? গাইড উ লিফিং সাংবাদিকদের এ সম্পর্কিত একটি গল্প, '৭০০ সালে চীনের থাং রাজবংশের সময় সিছুয়ান ভ্রমণ করা একজন ভিক্ষু হাইথং লেশান বৌদ্ধ মূর্তি প্রথম নির্মাণ করেন। তখন লেশান পাহাড় তিনটি নদীর সংযোগ স্থলে ছিল। এখানে সবসময় জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটতো। সেজন্য তিনি লেশান বুদ্ধ মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেন। নির্মাণের প্রক্রিয়ায় তাকে অনেক কঠিন পথ অতিক্রম করেন। কিন্তু বুদ্ধ মূর্তির মাথা নির্মাণের কাজ সম্পন্ন করার পর পরই তিনি মারা যান।'
এরপর আরো দুই প্রজন্মের মানুষের অক্লান্ত চেষ্টার ৯০ বছর পর লেশান বুদ্ধ মূর্তির নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রচীন চীনা মানুষের লেশান বুদ্ধ মূর্তি নির্মাণের প্রযুক্তি এখনো আমাদেরকে বিস্মিত করে। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সেজন্য বৌদ্ধ ধর্মের বিশ্বাসী লেশান পাহাড়ে এসে প্রার্থনা করেন। পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের তংনালাছিং মন্দিরের জীবিত বুদ্ধ নর্বু রিন্পোচে তাঁদের মধ্যে একজন। এ সম্পর্কে তিনি বলেন, 'লেশান পাহাড়ে এসে এত প্রাচীন, পবিত্র ও হিতব্রতী বুদ্ধের সামনে প্রার্থনা তীর্থযাত্রা করা আমাদের মত বুদ্ধ বিশ্বাসীদের জন্য অনেক সুখের। এর মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি হবে ও আমরা আরো বেশি জানতে পারবো।'
শ্রোতাবন্ধুরা, বুদ্ধ ধর্মে বিশ্বাস করুন বা না কুর আপনারা এমেই ও লেশান পাহাড়ে এসে দেখে যান পৃথীবির বিষ্ময়। এখানে প্রাচীন সংস্কৃতি ও মনোরম সব সুন্দর দৃশ্য রয়েছে। আজকের অনুষ্ঠান শেষে আমি পুনরায় আজকের প্রশ্ন দু'টি জানিয়ে দিচ্ছি। একঃ এমেই পাহাড় চীনের একটি বিখ্যাত্ বৌদ্ধ ধর্মীয় স্থান কীনা? দুইঃ লেশান বুদ্ধ মুর্তী বিশ্বের বৃহত্তম কীনা এবং এর উচ্চতা কত? আপনি অবশ্যই উত্তরটি এতক্ষণে পেয়ে গেছেন। দেরি না করে আজই পাঠিয়ে দিন আমাদের কাছে। আচ্ছা, পারের আসরে আবার কথা হবে। (ছাই ইউয়ে) 1 2 |