v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
মমতাতয়ী মা ওয়াং চিনলিয়েন
2008-10-07 20:31:31

    শিশু কেন্দ্রে ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছে । লি সিউচেন নামে এক মেয়ে মাদাম ওয়াং চিনলিয়েনকে ওয়াং মা ডাকে । কেন মাদাম ওয়াংকে মা ডাকে এ প্রশ্নের জবাবে মেয়ে লি সিউচেন বলে, তিনি আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করেন , যেন আমার নিজের মা ।

    শিশু কেন্দ্রে আরেকটি মেয়ে আছে । তার নাম ছেন লি । তার বয়স যখন ৮ বছর তখন অন্য জায়গায় রেস্তরাঁ খোলার কারণে বাবা মা খুব কম সময় তাকে ও তার ভাইকে দেখাশোনা করতেন । বাবা মার ভালবাসার অভাবে ছেন লির আর স্কুলে যেতে ইচ্ছে করতো না । মাদাম ওয়াং ভাইবোন দুজনকে নিজের বাড়িতে নিয়ে আসেন । কথাটা স্মরণ করে ছেন লি বলে, আমি এবং আমার ভাই শিক্ষক ওয়াংয়ের বাড়িতে দশ বছর ধরে আছি । তিনি মায়ের মতো নানা দিক থেকে আমাদের যত্ন নেন । শিক্ষক ওয়াংয়ের কারণে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি । তাই আমি আমার প্রিয় ওয়াং মাকে ধন্যবাদ জানাতে চাই ।

    ছেন লি ও তার ভাইদের মতো খুয়াং চিয়াংহু নামের এক ছেলেও ওয়াং চিনলিয়েনের কাছে কৃতজ্ঞ । ছেলেটির নেটগেমের নেশা ছিল এবং অন্য ছেলেমেয়ের সঙ্গে প্রায়ই মারামারি করত ।কোনো উপায় না থাকায় বাবা মা তাকে ওয়াং চিনলিয়েনের কাছে পাঠিয়ে দিলেন । আজ খুয়াং চিয়াংহু কানচৌ শহরের একটি প্রকৌশল স্কুলে লেখাপড়া করছে । সে বলে, ২০০৩ সালের নভেম্বর মাসের এক রাতে ভীষণ বৃষ্টি হচ্ছিল । সহপাঠির সঙ্গে মারামারি করেছি বলে বাড়ি ফিরে যাওয়ার সাহস আমার ছিল না। আমি পাহাড়ে রাত কাটিয়েছি । সহপাঠিরা আমাকে জানায়, আমাকে খোঁজার জন্য ওয়াং মা ৭-৮ মিটার উঁচু জায়গা থেকে নিচে পড়ে গিয়েছিলেন । আমার অনুশোচনা হয়েছিল। ওয়াং মার ভালবাসা ও স্নেহ আমি সারাজীবনে ভুলব না ।

    দশ বারো বছর ধরে মাদাম ওয়াং চিনলিয়েন নানা দিক থেকে এই সব ছেলেমেয়েকে দেখাশোনা করে আসছেন। নিত্য প্রয়োজনঈয় ব্যয় ছাড়া মাদাম ওয়াং চিনলিয়েন ছেলেমেয়েদের বাবা মার কাছ থেকে কোনো বাড়তি অর্থ গ্রহণ করেন না। পক্ষান্তরে যে ছেলেমেয়েদের আর্থিক অবস্থা ভাল নয় তিনি তাদের আর্থিক সাহায্য করেন।

    ওয়াং চিনলিয়েনের আচরণ সবাই বুঝতে পারেন না । অবসর নেওয়ার পর তারা স্বামী-স্ত্রী দুজন মাসে প্রায় ৫ হাজার ইউয়ান পান । শিশু কেন্দ্র চালিয়ে তাদের কী লাভ হয় এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কোনো আর্থিক লাভ বা খ্যাতির জন্য এটা করিনি । আমি চাই এই সব ছেলেমেয়ে সুষ্ঠুভাবে বড় হয়ে উঠুক ।তাদের শিক্ষা দেওয়া আমার জন্য বড় আনন্দের ।

    মাদাম ওয়াং চিনলিয়েনের প্রভাবে তার পরিবারপরিজন সবাই এই কাজে অংশ নিয়েছেন । ১২ মে সিছুয়ান ওয়েনছুয়ান ভূমিকম্প হওয়ার পর মাদাম ওয়াং চিনলিয়েন ও তার শিশু কেন্দ্র দুর্গত এলাকার অনাথ ছেলেমেয়ের জন্য সাধ্যমত কিছু কাজ করার পরিকল্পনা নিয়েছেন। (চোং শাও লি)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China