v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান পরিচালক চাং ই মৌ
2008-09-10 19:11:59

     একবিংশ শতাব্দীতে প্রবেশের পর চাং ই মৌ ' ইয়িং সিউন ', ' সি মিয়েন মাই ফু ' , ' মান ছেন চিং তাই হুয়াং চিং চিয়া ' নামে প্রাচীন চীনের বিষয়ের উপর বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরী করেন । ফটোগ্রাফির অভিজ্ঞতা ছিল বলে চাং ই মৌ তার তৈরী ছবিগুলোতে সৌন্দর্য অন্বেষণের জোর চেষ্টা চালিয়েছেন । চলচ্চিত্র ছাড়া চাং ই মৌ বিশ্ববিখ্যাত গীতিনাটক 'টুরান্টোট ' , ব্যালেনৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছেন । দশর্করা চাং ই মৌর চলচ্চিত্র দেখতে পছন্দ করেন ,তারা তার চলচ্চিত্রগুলোতে অসাধারণ সৌন্দর্য উপভোগ করেন এবং চীনা সংস্কৃতির বৈশিষ্ট্য অনুভব করেন ।

    ২০০১ সাল থেকে চাং ই মৌ পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদন ও গেমসের প্রস্তুতির কাজে আত্মনিয়োগ করেন । ২০০৬ সালে চাং ই মৌ পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিচালকের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন এবং অনুষ্ঠান দুটির সাধারণ পরিচালক হওয়ার সুযোগ পান । এতো বড় দুটি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি বিরাট চাপের মধ্যে পড়েন । তিনি বলেন , এই গুরু দায়িত্ব নেয়ার মুহুর্ত থেকেই আমি চাপ অনুভব করি । সাত বছর আগে এথেন্স অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে চীনের পেইচিং অলিম্পিক গেমসের আট মিনিটের একটি সংক্ষিপ্ত ছবি দেখানো হয়েছে । এ ছবি আমি তৈরী করেছি এবং দেশবিদেশের সমাদর পেয়েছি । তবে আমি যখন গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতির কাজ শুরু করি , তখন আমি বুঝতে পেরেছি দায়িত্ব ও চাপ আমার কল্পনার চেয়ে অনেক বেশি । কোনো কোনো অসুবিধা কাটিয়ে উঠা সহজ ব্যাপার নয় ,তবুও আমাকে ও আমার সহকর্মীদের মোকাবেলা করতে হবে ।

    পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চীন দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিশেষজ্ঞ নিয়েছে । তাদের মধ্যে এ বিষয় নিয়ে হাজার বার মতবিনিময় হয়েছে । অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের সংগীত বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি ছেন ছি কান বলেন , গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি দলের সদস্যরা বিভিন্ন স্থান থেকে আসেন । তারা সবাই অভিজ্ঞ মানুষ। । অভিজ্ঞ মানুষদের সঙ্গে মিলেমিশে কাজ করা প্রয়োজনীয় আপোষ ছাড়া সফল হবে না । আমি মনে করি , এই দলে চাং ই মৌর মতো এক প্রধান পরিচালক পাওয়া সৌভাগ্যের ব্যাপার । কারণ তিনি জেদী মানুষ নন , বরং শিল্প-নির্ভর মানুষ । যে সব প্রস্তাব অনুষ্ঠান দুটির গুনগতমানের জন্য কল্যাণকর ,সেসব প্রস্তাব চাং ই মৌ গ্রহণ করেন এবং আপোষ করেন না । তবে অন্যান্য গৌণ্য বিষয়ে তিনি আপোষ করতে দ্বিধা করবেন না ।

    চাং ই মৌ বলেন , তার দলের কর্মীদের সহযোগিতা ভালো। উদ্বোধনী অনুষ্ঠানে বড় আকারের চীনা শৈলীর ছবি তাদের দলের কর্মীদের একটি চমত্কার ডিজাইন । এ বড় ছবিতে অলিম্পিক পরিবারের দশ হাজার পা চিহ্ন রয়েছে । তিনি বলেন , এটা বিশ্বের সবচেয়ে বড় এক্সিন শিল্প । এতে ' এক বিশ্ব এক স্বপ্নের ' শ্লোগানের সবচেয়ে সহজ ও বোধগম্য ব্যাখ্যা করা হয়েছে । আমি মনে করি , বিশ্বে অলিম্পিক গেমস ছাড়া ২০৪টি দেশ ও অঞ্চলের তরুণ তরুণীরা মিলিতভাবে একটি কাজ করা সম্ভব হবে না । তাই আমি এ বড় ছবির নাম দিয়েছি ' আমাদের অভিন্ন বাসভূমি ' । কারণ বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা একসঙ্গে এ ছবি তৈরী করেছেন ।

    ২৪ আগষ্ট চাং ই মৌ ও তার সহকর্মীরা চিত্তাকষর্ক সমাপনী অনুষ্ঠান দশর্কদের দেখিয়েছেন । সমাপনী অনুষ্ঠানকে একটি বড় আনন্দ মেলা বলা যায়। বিদেশের অনেক তথ্য মাধ্যম এ অনুষ্ঠানের প্রশংসা করে বলেছে , সমাপনী অনুষ্ঠানটি হলো অলিম্পিকের একটি বড় পার্টি । সি এন এন বলেছে , পেইচিং অলিম্পিক গেমসে অনেক বিশ্ব রেকর্ড গড়ে তোলা হয়েছে , এ গেমসের মধ্য দিয়ে চীনের ভাবমূর্তি অনেক উন্নত হয়েছে । গেমসের সমাপনী অনুষ্ঠান গেমসটিকে এক নতুন জোয়ারে উন্নীত করেছে । জাপানের ব্রডকাস্টিং এসোসিয়েশনের একজন উপস্থাপক সমাপনী অনুষ্ঠান সম্প্রচারের সময় বলেছেন , অলিম্পিকের পবিত্র আগুন নিভে গেছে সত্য , তবু অনুষ্ঠান যেন এখনও চলছে ।

    চান ই মৌ বলেন , পেইচিং অলিম্পিক গেমসের জন্য তিনি দু বছর চলচ্চিত্র তৈরী করেন নি । অলিম্পিকগেমসের পর তিনি আবার চলচ্চিত্র তৈরীর চেষ্টা করবেন । আমরা চাং ই মৌর নতুন চলচ্চিত্রের প্রতীক্ষায় রয়েছি । (ফাং সিউ ছিয়েন)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China