v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান পরিচালক চাং ই মৌ
2008-09-10 19:11:59

 চাং ই মৌ    

  পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে শেষ হয়েছে । ৮ আগষ্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ২৪ আগষ্টের সমাপনী অনুষ্ঠান দুটিই দশর্কের মনে গভীর ছাপ ফেলেছে । এ দুটি অনুষ্ঠানের প্রধান পরিচালক হচ্ছে চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাং ই মৌ ।

    পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হলো শান্তি অন্বেষণ । অনুষ্ঠানটি উপভোগ করে অনেকেই এর ভূয়সী প্রশংসা করেছেন । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাগ রগে বলেছেন , অনেকের ধারণা , অলিম্পিক আন্দোলনে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সবচেয়ে সুন্দর । এ পি'র একটি প্রবন্ধে বলা হয়েছে , পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাচীন রাজবংশ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত চীনের ইতিহাস বণর্না করা হয়েছে । বৃটেনের ' দ্য ইনডিপেন্ডেন্ট' পত্রিকার ওয়েবসাইটের একটি রিপোর্টে বলা হয়েছে , উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পাঁচ হাজার বছরের ইতিহাস ও বিশ্বের প্রাচীন আবিষ্কার দশর্কদের সামনে তুলে ধরা হয়েছে । চাং ই মৌয়ের পরিচিত সাংবাদিকরা বলেন , উদ্বোধনী অনুষ্ঠানটিতে স্পষ্টভাবে তার শৈলী প্রতিফলিত হয়েছে।

    ৫৭ বছর বয়সের চান ই মৌ ১৯৮২ সালে পেইচিং চলচ্চিত্র ইন্সটিটিউট থেকে স্নাতক হন । ১৯৮৫ সালে ফটোগ্রাফার হিসেবে তিনি ' হুয়ান থু তি ' নামক চলচ্চিত্র তৈরীর কাজে অংশ নেন । এ চলচ্চিত্র চীনের ' চিন চি ' নামক চলচ্চিত্র উত্সবে সেরা আলোকচিত্র গ্রাহকের পুরস্কার পেয়েছে এবং হাওয়াই আন্তর্জাতিক চলচিত্র উত্সবসহ তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পুরস্কার পেয়েছে ।

   ' হুয়াং থি তি '-র পর চাং ই মৌ পরিচালকের কাজ করতে শুরু করেন । ১৯৮৭ সালে চাং ই মৌয়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র 'হোন কাও লিয়ান ' চীনে আলোড়ন সৃষ্টি করেছিল । এ চলচ্চিত্র বার্লিন চলচ্চিত্র উত্সবে গোল্ডেন বিয়ার পুরস্কার পেয়েছে । ১৯৯০ সালে তার পরিচালিত চলচ্চিত্র ' চু তৌ ' প্রথমবার অস্কার চলচ্চিত্র উত্সবে সেরা বিদেশী ভাষার ছবির নিবার্চনে অংশ নেয় এবং মনোনয়ন পায় । এর পর থেকে চাং ই মৌর পরিচালিত চলচ্চিত্রগুলো বেশ কয়েকবার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছে এবং কিছু পুরস্কারও পেয়েছে । তাই চাং ই মৌকে গত শবাব্দীর নব্বইয়ের দশকে চীনের সাংস্কৃতিক প্রতিভা বলা যায় ।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China