v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সিছুয়ান ভূমিকম্প এলাকার সকল ছাত্র-ছাত্রী স্কুলে ক্লাস পুনরায় শুরু করেছে
2008-09-08 15:25:49

    তাছাড়া সিছুয়ান প্রদেশের শিক্ষা বিভাগ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ভূমিকম্প এলাকার জন্য তিন হাজার আট শো জন নতুন শিক্ষক নিয়োগ করেছে। আমাদের সংবাদদাতা গুরুতর এলাকা পেং চৌ নগরের একটি প্রাথমিক স্কুলে দেখেছেন যে, যদিও এখানকার জীবন খুব কষ্টকর।

তার পরও স্কুলগুলো বিভিন্ন ধরণের বাধা কাটিয়ে যথাসময়ে ক্লাস পুনরায় শুরু করেছে। এ প্রাথমিক স্কুলের উপাচার্য ই খোং তোং বলেছেন, ছাত্র-ছাত্রীরা ১০ সেপ্টেম্বর থেকে হোস্টেল ব্যবহার করতে পারবে। তবে ছাত্র-ছাত্রীরা যথাশীঘ্রই যাতে ক্লাস পুনরায় শুরু করতে পারে সে জন্য শিক্ষকগণ তাদের হোস্টেল ছাত্র-ছাত্রীদের থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

উপাচার্য ই খোং তোং বলেছেন আমাদের ছাত্র-ছাত্রীদের আজ স্কুলে পুনরায় ক্লাস শুরু করা এবং তাদের নিরাপত্তা সুরক্ষা করার জন্য ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের হোস্টেলেই থাকবে। আমরা ছাত্র-ছাত্রীকে সকল প্রকার সুবিধা দেই। যাতে সকল ছাত্র-ছাত্রী স্কুলে লেখাপড়া করতে পারে।

    স্কুলে পুনরায় ক্লাস শুরু করার আগে সিছুয়ান প্রদেশের শিক্ষা বিভাগ বহু কর্মী দল পাঠিয়েছে। এসব দল ভূমিকম্প এলাকার স্কুলের স্থাপনা ও রেস্তোরাসহ বিভিন্ন স্থানে সার্বিকভাবে পরীক্ষা করে দেখেছে। যাতে ভূমিকম্প এলাকার ছাত্র-ছাত্রীদেরকে নিরাপদ লেখাপড়ার পরিবেশ সুরক্ষা করা যায়। এক পরীক্ষামূলক কর্মী দলের নেতা ইয়াং লি বলেছেন, তারা পেং চৌ নগরের স্কুলকে বহু বার পরীক্ষা করে দেখেছে। তারা পরীক্ষার ফলাফল সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন,এবার স্কুলের পরীক্ষার লক্ষ্য হলো স্কুলে ক্লাস পুনরায় শুরু করার আগে সকল প্রস্তুতির কাজ ঠিক-ঠাক আছে কী না। যদিও ভূমিকম্পে গুরুতর প্রভাব ফেলেছে, তারপরও তবে বর্তমানে পুনর্গঠনের পরও একটি সকল সুবিধা সম্পন্ন পূর্ণাঙ্গ স্কুল কাজ করছে। স্কুলের রেস্তোরাও খুব পরিস্কার পরিচ্ছন্ন।

   

জানা গেছে, নিউ টার্মে সিছুয়ান সরকার দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আরো বেশি সহায়তা দেবে এবং ভূমিকম্পের কারণে প্রতিবন্ধী শিশু ও অনাথদের বিশেষ সাহায্য দেবে।তাছাড়া, ভূমিকম্প এলাকার বিভিন্ন বিদ্যালয় ছাত্র-ছাত্রীদেরকে মনস্তত্ত্ব-সম্বন্ধীয় পরামর্শ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কোর্স চালু করবে। সিছুয়ান প্রদেশের শিক্ষা বিভাগের উপপরিচালক হো শাও ইয়োং বলেছেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষা বিভাগ ভূমিকম্প এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ২৩০০জনেরও বেশি শিক্ষককে মনস্তত্ত্ব-সম্বন্ধীয় পরামর্শ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ দেবে।

যাতে ভূমিকম্প এলাকার ছাত্র-ছাত্রীদের মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান করতে পারে। হো শাও ইয়োং বলেছেন, পুনরায় ক্লাস শুরু করার এক সপ্তাহ পরে বিভিন্ন স্কুল প্রতি দু'সপ্তাহের মধ্যে এক বার মনস্তাত্ত্বিক-সম্বন্ধীয় প্রশিক্ষণ কোর্স ব্যবস্থা করবে। তাছাড়া অন্যান্য কোর্সেও মনস্তত্ত্ব সম্বন্ধীয় শিক্ষা ও নিরাপত্তা শিক্ষার বিষয়বস্তু রয়েছে। ভূমিকম্প এলাকায় এ ক্ষেত্রের কোর্স স্বয়ংসম্পূর্ণ করার পর সারা প্রদেশে মনস্তত্ত্ব-সম্বন্ধীয় প্রশিক্ষণ কোর্স চালু করা হবে।

    যদিও বর্তমানে সিছুয়ান ভূমিকম্প এলাকার স্কুলগুলো পুনরায় ক্লাস শুরু করেছে। তবে ভূমিকম্পের আগের প্রশিক্ষণের মান পুনরুদ্ধারের কাজ খুবই কঠিন। সিছুয়ান প্রদেশের পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সালের ১ সেপ্টেম্বরের আগে সকল স্কুল তাদের স্থায়ী ও পূর্ণাঙ্গ স্থাপনায় স্বাভাবিক শিক্ষাদানের চেষ্টা করবে।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China