v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সিছুয়ান ভূমিকম্প এলাকার সকল ছাত্র-ছাত্রী স্কুলে ক্লাস পুনরায় শুরু করেছে
2008-09-08 15:25:49

   

১ সেপ্টেম্বর হলো চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের আবার স্কুলে ক্লাস শুরু করার দিন। পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশে কয়েক মাস আগে ভূমিকম্পের কারণে বাড়িঘর ও স্কুল ধ্বংস হয়ে গিয়েছিল। এদিনে তারা স্কুলে ফিরে এসে আবার তাদের স্বাভাবিক লেখাপড়ার জীবন শুরু করেছে।

    সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলা হচ্ছে এবারের ভূমিকম্পের একটি গুরুতর ক্ষতিগ্রস্ত অঞ্চল। ১ সেপ্টেম্বর সকাল আটটা ৪০ মিনিটে সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলা থেকে আসা ২৫০জনেরও বেশি তিব্বতী জাতি ও ছিয়াং জাতির ছাত্র-ছাত্রী ওয়েন ছুয়ান জেলার ৪০০ কিলোমিটারেরও বেশি দূরের ই বিং নগরের একটি প্রাথমিক স্কুলে নতুন করে ক্লাস শুরু হবার অনুষ্ঠানে উপস্থিত ছিলো।

লিউ সিয়াও হচ্ছে ২৫০জনেরও বেশি ছাত্র-ছাত্রীর মধ্যে সবচেয়ে কম বয়সী ছাত্র। তার বয়স আট বছর। সে আমাদের সংবাদদাতাকে বলেছে, নতুন স্কুলে প্রথম পাঠ হিসেবে লেখাপড়া করার ব্যাপারে সে আশাবাদী। স্কুলে আবার ক্লাস শুরু করতে পেরে আমি গৌরব বোধ করছি। আমি আমার বাবা ও মাকে বলতে চাই যে, এখানে খুব ভালো আছি। আমার জন্য চিন্তা উদ্বেগ করবেন না। আমি ভালোভাবে লেখাপড়া করবো। পরবর্তীতে আমি সুন্দর ওয়েন ছুয়ান নির্মাণ করবো।

   লিউ সিয়াও বলেছে, ভূমিকম্পের পর সে ও অন্যান্য শিশুরা ই বিং নগরে দ্রুতভাবে স্থানান্তরিত হয়েছে। ই বিং নগরে ভূমিকম্প নেই। নতুন স্কল তাদেরকে উচ্চ শ্রেণীর ছাত্র-ছাত্রীর সঙ্গে বসবাস করার বন্দোবস্তু করে দিয়েছে। যাতে তারা এখানকার লেখাপড়া ও জীবন যাত্রার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব খাপ খাওয়াতে পারে। সিছুয়ান প্রদেশে লিউ সিয়াওর মত ভূমিকম্পে দুর্দশাগ্রস্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৪ লাখেরও বেশি। ১ সেপ্টেম্বর তারা সবাই পুনরায় তাদের ক্লাস শুরু করেছে।

    সিছুয়ান প্রদেশের শিক্ষা বিভাগের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১২ মে সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে প্রায় ছয় হাজার মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বিভিন্ন পর্যায়ে ধ্বংস হয়েছে। ছাত্র-ছাত্রীরা যাতে যথাশীঘ্র সম্ভব পুনরায় তাদের ক্লাস শুরু করতে পারে সে জন্য স্থানীয় সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। এক দিকে তারা ভূমিকম্পে গুরুতর ক্ষতিগ্রস্ত এলাকার ২০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীদের পুনরায় লেখাপড়া শুরু করার জন্য শাংহাই ও কুয়াং চৌসহ বিভিন্ন নগরে পাঠিয়েছে। অন্য দিকে স্কুলের স্থাপনাগুলোর পুনর্গঠন ও শিক্ষকের সংখ্যা বাড়ানোসহ ভূমিকম্পের পর পুনর্বিন্যাসের কাজকে অগ্রাধিকার হিসেবে নিয়ে বিশেষভাবে বহু ব্যবস্থা নিয়েছে।

    যেমন সিছুয়ান প্রদেশের বিভিন্ন ভূমিকম্প এলাকায় স্কুলের স্থাপনা নির্মাণ করার পাশাপাশি বহু পদ্ধতির মাধ্যমে স্কুলের মৌলিক সাজ-সরঞ্জাম সংগ্রহ করেছে। জানা গেছে, জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ ২.৩ বিলিয়ন ইউয়ান ব্যয়ে সিছুয়ান প্রদেশের গুরুতর ক্ষতিগ্রস্ত এলাকার স্কুলগুলোর স্থাপনা মেরামত করে এবং প্রশিক্ষণ সংক্রান্ত সাজ-সরঞ্জাম পুনরায় ক্রয় করেছে।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China