v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শহরের নিরাপত্তা ও গণ সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকরা
2008-08-27 19:19:57

নিংপু শহরের চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও চিকিত্সা পদ্ধতি ইনস্টিটিউটের ডাক্তার চু ওয়েন একজন স্নেহপূর্ণ স্বেচ্ছাসেবক । এ বছরের ১২ মে সিছুয়ানের ভূমিকম্প হওয়ার পর তিনি ইন্টারনেটের মাধ্যমে নেট নাগরিকদেরকে সাহায্য করার আবেদন জানান । ফলে তার আবেদনে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর জন্য চল্লিশ পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক ভূমিকম্প দুর্গত এলাকায় গিয়েছিলেন । এর পাশাপাশি তারা বহু ত্রাণ সামগ্রীও নিয়ে গিয়েছেন । চু ওয়েন বলেন ,

স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন । তারা পরস্পরকে চিনেন না । ভূমিকম্প দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে । এখন অবসর সময় তারা বিভিন্ন বিষয়ে মত বিনিময় করে থাকেন । সবাই যেন একই পরিবার পরিজনের মতো । অসুবিধা থাকলে সবাই পরস্পরকে সাহায্য করেন ।

সমাজ ও জনগণের সেবা নিংপু শহরের বহু নাগরিকদেরকে উদ্দীপ্ত করে তুলেছে । তারা আগ্রহের সঙ্গে স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন জানিয়েছেন । শহরের স্বেচ্ছাসেবক সমিতি ও বিভিন্ন স্তরের সরকারী সংস্থার উত্সাহে এ শহরের বিভিন্ন ক্ষেত্রের বিপুল সংখ্যক নাগরিক স্বেচ্ছাসেবকদের কাজে যোগ দিয়েছেন । শহরের স্বেচ্ছসেবক সমিতির মহাসচিব ইয়াং ইউন বলেন ,

শহরের স্বেচ্ছাসেবক সমিতির উদ্যোগে নাগরিকদের জন্য বেশ কিছু গণ সেবা ব্যবস্থা করা হচ্ছে । স্বেচ্ছাসেবকরা নিজেদের দক্ষতা ও প্রযুক্তি নিয়ে সমাজের জন্য যথাযোগ্য সেবা যোগাতে পারেন ।

এ পর্যন্ত নিংপু শহরে চিকিত্সা , পরিসেবা , বিদ্যুত্ সরবরাহ , প্রবীণদের ও বিকলাঙ্গদের সাহায্য এবং গরীব ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যসহ বিভিন্ন ক্ষেত্রে সাড়ে ৪ হাজার স্বেচ্ছাসেবক গ্রুপ গড়ে তোলা হয়েছে । এ সব স্বেচ্ছাসেবক প্রবীণদের সাহায্য , নিরাপত্তা রক্ষা , পরিবেশ সুরক্ষা ও ইন্টারনেটসহ বিভিন্ন ক্ষেত্রে শহরবাসীদের জন্য গণ সেবা করছেন ।

গত কয়েক বছরে নিংপু শহরের স্বেচ্ছাসেবকদের কল্যাণে এ শহরে কর্মরত বিপুল সংখ্যক গ্রামীণ শ্রমিকও বিভিন্ন ধরনের গণ সেবার কাজে যোগ দিয়েছেন । তাদের সংখ্যা এক হাজারেরও বেশি । আন হুই প্রদেশের একজন গ্রামীণ শ্রমিক লি সিয়াং মাও বলেন , নিংপু শহরের একজন সদস্য হিসেবে তাদের এ শহরের উন্নয়নের জন্য অবদান রাখতে হবে ।

স্বেচ্ছাসেবকদের দক্ষতা আরো উন্নত করার জন্য নিংপু শহরকে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও নানা কাজের দক্ষতা বাড়ানোর কেন্দ্র গড়ে তোলা হয়েছে ।

(থান ইয়াও খাং)


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China