v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শহরের নিরাপত্তা ও গণ সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকরা
2008-08-27 19:19:57

দক্ষিণ পূর্ব চীনে গ্রীষ্মকালেও বর্ষাকাল । তখন খুব বৃষ্টি পড়ে । গুমট লাগে । তারপরও পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের নিংপু শহরে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক শহরের নিরাপত্তা রক্ষা ও গণ সেবার কাজে তত্পর ছিল ।

থিয়ান ই মহাচত্বর নিংপু শহরাঞ্চলের একটি প্রধান বানিজ্যিক এলাকা । মহাচত্বরের চৌরাস্তায় স্থানীয় সরকারী সংস্থার একজন কর্মী ইয়াং ই স্বেচ্ছেসেবক হিসেবে যানবাহন ও রাস্তা পারাপারকারী পথচারীদের সার্থক নির্দেশনায় পরিচালনার কাজ করছেন । তিনি বলেন ,

এ দুই দিন খুবই গরম লাগছে । প্রতি দিন এ চৌরাস্তায় শৃংখলা ব্যবস্থাপনার জন্য মোট ৬জন স্বেচ্ছাসেবক পালাক্রমে কাজ করছেন । গরম বলে দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছাসেবকদের ৩০ মিনিটে একবার পরিবর্তন করা হয় । স্বেচ্ছাসেবকের কাজ খুবই গৌরবময় । গণ সেবার পাশাপাশি ব্যাপক আনন্দও পাওয়া যায় । এটা সকলের জন্য উপকারী ।

অলিম্পিক গেমসকে স্বাগত এবং যানবাহনের সুশৃংখলার পরামর্শ দিন শিরোনামে একটি অভিযান চালানো হচ্ছে । বর্তমানে শহরের প্রায় ৫০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক এ আভিযানে অংশ নিয়েছেন । এ অভিযানের উদ্দেশ্য হচ্ছেঃ শহরবাসীদের সুশৃংখলা আরো উন্নত করা ।

এ পর্যন্ত নিংপু শহরে মোট ২.৭ লাখ স্বেচ্ছাসেবক আছেন । তারা শহরের মোট জনসংখ্যার ১২.৫ শতাংশ । এ শহরের স্বেচ্ছাসেবক সমিতির চেয়ারম্যান ইয়াং ইউন বলেন , নিংপু শহরে স্বেচ্ছাসেবকদের কাজ যে এত প্রাণবন্ত ও তত্পর , তার মূলে রয়েছে সরকারের মনোযোগ ও সংশ্লিষ্ট আইন ।

২০০০ সালে নিংপু শহরে চীনের প্রথম স্বেচ্ছাসেবক সংস্থা গড়ে তোলা হয় । এর ভিত্তিতে এ শহরের স্বেচ্ছাসেবক ব্যবস্থা পূর্ণাঙ্গ হয়ে উঠেছে । ২০০৩ সালে নিংপু শহরে তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক সংক্রান্ত একটি নিয়ম কানুন প্রণয়ন করা হয়েছে । এই নিয়ম কানুন অনুযায়ী স্বেচ্ছাসেবক ও তাদের গণ সেবা কাজের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা হচ্ছে।

৬৯ বছর বয়স্ক অবসর প্রাপ্ত ছেন ইয়ান নিংপু শহরের একজন প্রবীণ স্বেচ্ছাসেবক । কয়েক বছর আগে তিনি প্রবীণদের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ব্যবহারের কৌশল দক্ষতা শিখেছেন । তিনি ও অন্য কয়েক জন প্রবীণের যৌথ উদ্যোগে একটি নেট নাগরিক গ্রুপ গড়ে তোলা হয়েছে । এ নেট নাগরিক গ্রুপ তাদের আবাসিক এলাকার আরো বেশি প্রবীণদেরকে আকর্ষণ করেছে । নেট নাগরিক গ্রুপের সাহায্যে বহু প্রবীণকে কম্পিউটার ব্যবহার ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে । গত বছর তাদের নেট নাগরিক গ্রুপ স্বেচ্ছাসেবকদের গণ সেবার একটি কাজ হিসেবেও নির্ধারণ করেছে । বৃদ্ধ ছেং ইয়ান বলেন ,

প্রথমে একজন শিক্ষক এ প্রবীণ নেট নাগরিক গ্রুপকে প্রশিক্ষণ দিতেন । কিছু দিন পর সেই শিক্ষক চলে যান । বৃদ্ধ ছেং ইয়ান স্বেচ্ছায় অন্য প্রবীণদের কম্পিউটারের জ্ঞান শেখানোর চেষ্টা করতেন । একজন প্রবীণ হিসেবে তিনি ভালভাবে অন্য প্রবীণদের শেখার আগ্রহ ও চাহিদা সম্পর্কে জানেন ।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China