v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জাক রগে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রশংসা করেছেন
2008-08-26 16:00:43

এবারের পেইচিং অলিম্পিক গেমসে চীনা দল মোট ৫০টি স্বর্ণ , ১৯টি রৌপ্য এবং ২৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এতে ৪টি নতুন বিশ্ব রেকর্ডও সৃষ্টি হয়েছে বলে এ পর্যন্ত সকল অনুষ্ঠিত অলিম্পিক গেমসের মধ্যে চীনা দল এবারই সবচে' শ্রেষ্ঠ সাফল্য অর্জন করলো। ২৪ আগস্ট চীনা ক্রীড়া প্রতিনিধি দল পেইচিং অলিম্পিক গেমসের প্রধান সংবাদ কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দলের প্রধান লিউ ফেং বলেন, এবারের অলিম্পিক গেমসে চীনা দলের সবচে' শ্রেষ্ঠ সফলা অর্জিত হলেও আমরা দেখতে পেরেছি যে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডসহ কিছু কিছু প্রতিযোগিতায় চীনা খেলোয়াড়দের বিভিন্ন দেশ ও অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে এখনও অনেক ব্যবধান রয়েছে। তিনি বলেন:"এবারের অলিম্পিক গেমসে চীনা দলের সবচে' শ্রেষ্ঠ সাফল্য অর্জিত হলেও আমরা সহিষ্ণুতা বজায় রাখবো। বিভিন্ন দেশের উচ্চ মানের খেলোয়াড়দের সঙ্গে চীনা খেলোয়াড়ের ব্যবধান অনেক ব্যাপক অর্জিত মোট পদকের সংখ্যা এবং প্রথম আটে অবস্থানকারী খেলোয়াড়ের দিক থেকে আমাদের ব্যবধানও অনেক । দলগত বল প্রতিযোগিতা থেকে এবারের অলিম্পিক গেমসে চীনা দল বেশ অগ্রগতি অর্জন করলেও বিশ্বের কয়েকটি শক্তিশালী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার শক্তি এখনো দুর্বল।"

লিউ ফেং বলেন, চীনের ক্রীড়ার উন্নয়নে আমাদের উচিত এসব অপূর্ণতা পুরণের জন্য চেষ্টা করা। যাতে চীনের ক্রীড়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়। তিনি বলেন: " এবারের অলিম্পিক গেমসে চীনা দলের অর্জিত সাফল্য ভবিষ্যতে আরো বেশি আস্থা এনে দিতে সক্ষম হবে। 'এক বিশ্ব, এক স্বপ্ন' স্লোগান উচ্চারণ করে আরো বেশি উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্মিলিতভাবে আন্তর্জাতিক অলিম্পিকের উন্নয়নকে জোরালোভাবে এগিয়ে নিয়ে যাবো।"--ওয়াং হাইমান


1 2 3 4
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China