v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জাক রগে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রশংসা করেছেন
2008-08-26 16:00:43

পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সাত বছরের সাফল্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন সব কিছুই সন্তোষজনক ছিল। রগে আরও বলেন, পেইচিং অলিম্পিক গেমস ব্যাপক বস্তুগত ও অবস্তুগত উত্তরাধিকার সম্পদ এনে দিয়েছে। স্টেডিয়ামের স্থাপন, অবকাঠামো স্থাপনার উন্নত এবং ক্রীড়া উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হওয়ায় সব কিছুই চীনকে একটি নতুন সুযোগ এনে দিতে সক্ষম হয়েছে।

রগে বলেন:" পেইচিং অলিম্পিক গেমস শেষের পর এসব স্টেডিয়াম আরও দীর্ঘকালীণ ধরে ব্যবহার করা যাবে। এটি এখন অমূল্য সম্পদ। পেইচিং শহরের স্থাপনাও সবার জন্য লাভবান । যেমন বিমান বন্দরের নতুন তৈরী টার্মিনাল এবং দিন দিন উন্নত পরিবহণ সেবা। তাছাড়া, চীনা জনগণ ক্রীড়া ক্ষেত্রে প্রচুর উত্সাহিত হয়েছেন। ক্রীড়ার উন্নয়নে চীনের পুঁজি বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা বেড়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে আরও বেশি চীনারা বিভিন্ন ক্রীড়ায় স্বতষ্ফুর্তঃভাবে অংশ নেবে ।"

রগে মনে করেন, চীনাদের জীবনযাপনের প্রণালী এবারের অলিম্পিক গেমসের জন্য অনেকটা পরিবর্তিত হয়েছে। সবাই পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে। অলিম্পিক গেমসের সুযোগে সবাই পরিবেশ সুরক্ষার চেতনা একটি নতুন আলোকবর্তিকার মত উচ্চ পর্যায়ে এগিয়ে গেছে। তিনি বলেন:" চীনারা পরিবেশ সুরক্ষার চেতনা জোরদার করেছেন। অলিম্পিক গেমসের আয়োজনকাল ছাড়া, ভবিষ্যতেও তা ইতিবাচক প্রভাব ফেলবে। এখান দূষিত গাড়ি শহরে প্রবেশ করা নিষিদ্ধ এবং পানি সম্পদ সুরক্ষার গতিও দ্রুততর করা হয়েছে। এসব প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।"

1 2 3 4
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China