v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিক গেমসের উন্নয়নে লন্ডন অলিম্পিকের ভূমিকা
2008-08-22 16:30:44

(লন্ডন অলিম্পিক গেমস ১৯০৮'র পদক )

১৯০৮ সালের ১৩ জুলাই লন্ডনে চতুর্থ অলিম্পিক গেমস শুরু হয়েছিল। যদিও সেদিন লন্ডনে বৃষ্টি ছিল, তবুও প্রচুর ব্রিটেন দর্শক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এ সম্পর্কে ব্রিটেনের অলিম্পিক কমিটির বর্তমান সিইও সাইমন ক্লেগ বলেন, '১৯০৮ সালে ব্রিটেন প্রথম বারের মত অলিম্পিক গেমস আয়োজন করে। সেবার লন্ডন প্রস্তুতির জন্য বেশি সময় পায় নি। কারণ নির্ধারিত স্বাগতিক দেশ ইতালিতে অগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাত ঘটে ছিল। ফলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ব্রিটেনে অলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল।'

প্রস্তুতির সময় অনেক কম, পাওয়া সত্বেও লন্ডন সফলভাবে সেবারের অলিম্পিক গেমস আয়োজন করেছিল এবং অনেক নতুন নিয়মকানুন কার্যকর হয়েছিল। ক্লেগ বলেন, যেমন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিদিনি দল প্রথম বারের মত একই ধরণের পোষাক পরেছিল ও বিভিন্ন দেশের খেলায়াড়রা নিজের দেশের জাতীয় পতাকা সামনে রেখে উদ্বোধনী স্টেডিয়ামে প্রবেশ করেছিল। তিনি আরো বলেন, 'আমি মনে করি, উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের স্টেডিয়ামে প্রবেশের উদ্বোধনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলোয়াড়রা নিজের দেশের জাতীয় পতাকার সামনে রেখে যখন স্টেডিয়ামে টোকের তখন গর্ব অনুভব করেন।'

(লন্ডন অলিম্পিক গেমস ১৯০৮'র উদ্বোধনী অনুষ্ঠান)

২২টি দেশের ২হাজারেরও বেশি খেলোয়াড় চতুর্থ অলিম্পিক গেমসে অংশ নেন। এটি আগের তিন বারের অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়ের মোট সংখ্যার চেয়েও বেশি। স্বাগতিক দেশ ব্রিটেনের প্রতিনিধি দলে ৭১০জন সদস্য ছিলন। সেবারের অলিম্পিক গেমস থেকে পদকের ধরণও স্থায়ী রুপ পায়। পদকের সামনের দিকটায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির লোগোসহ ডিজাইন এবং পেছনের দিকে স্বাগতিক দেশের বৈশিষ্টময় ডিজাইন।

১৯০৮ সালে লন্ডন অলিম্পিক গেমসে নির্ধারিত নিয়ম এখনো কার্যকর রয়েছে। যেমন, দৈর্ঘ্যের একক হিসেবে মোট্রিক পদ্ধতি ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের যোগ্যতার নিয়ম। এছাড়া, এখনকার ম্যারাথনের দৈর্ঘ্যও চতুর্থ আলিম্পিক গেমসে নির্ধারিত হয়েছিল।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China