অলিম্পিক চলাকালে আপনি পেইচিং-এর বিখ্যাত বাণিজ্যিক এলাকা ওয়াং ফু চিংয়ের কাছাকাছি কোনো হোটেলে থাকলে, এই লাইন ধরে জাতীয় স্টেডিয়াম বা ওয়াটার কিউবে যেতে পারবেন। লাইন-১এর ওয়াং ফু চিং স্টেশন থেকে কুও মাও স্টেশনে গিয়ে পরিবর্তন করে লাইন-১০ ধরে সিয়োং মাও হুয়ান তাও স্টেশনে গিয়ে পাবেন অলিম্পিক শাখা লাইন। এরপর নেমে পড়বেন অলিম্পিক পার্ক স্টেশনে। খুব সহজ। এছাড়া অন্যান্য লাইনের তুলনায় অলিম্পিক শাখা লাইনের ডিজাইন আধুনিক ও বৈশিষ্ট্যময়। এই লাইনের সব জায়গা অলিম্পিক গেমসের প্রতীক আর সংকেতে ভরা। স্থপতি মাদাম ইয়ে নিং বলেন,
অলিম্পক ক্রীড়া কেন্দ্র স্টেশন বার্ড নেস্ট ও ওয়াটার কিউবের খুব কাছে। সুতরাং এর স্থাপত্য ডিজাইনে আমরা আমাদের সামর্থ্যের প্রকাশ ঘটাতে চেয়েছি। স্টেশন থেকে তিন আকৃতির তিনটি ত্রিভূজ জোড়া লেগে এর ছাদ গঠিত হয়েছে। এ ধরনের ডিজাইন শিল্প সৌন্দর্য্যের প্রকাশ।
অলিম্পিক শেষে এসব স্টেডিয়াম গণ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যবহার হবে। এ কারণে অলিম্পিকের পরও এই শাখা লাইনের গুরুত্ব কমবে না। সাবওয়ে লাইন ব্যবস্থাপনা ও নির্মাণ সম্পর্কে গভীরভাবে খোঁজখবর রাখেন এ রকম একজন পেইচিংবাসী চিন ছিয়াং বলেন,
জাতীয় স্টেডিয়াম, ওয়াটার কিউব ও জাতীয় ইনডোর স্টেডিয়াম এ লাইনের কাছেই। অলিম্পিকের পর এসব স্টেডিয়ামে কনসার্টের মতো বড় সাংস্কৃতিক আয়োজন হলেও এ লাইনের কারণে শহরের ওপর যাত্রীর চাপ কমবে।
1 2 3 |