সিয়াচি গ্রামে আমাদের গাইড তিব্বতী যুবক জাশি অতিথিদের জন্য মাঝের স্তম্ভের কথা জানান । তিব্বতীদের কাঠ দিয়ে তৈরী ভবনে ঢুকলে দেখবেন আগুণের ওপর মাখন চা তৈরি হচ্ছে এবং আগুণের কারণে গোটা ঘরটি উষ্ণ থাকা বেশ আরামদায়ক মনে হবে । মালভুমির হ্রদ ও বন দেখে, তিব্বতী গ্রামের বাসা পরিদর্শন করে, নির্মল বায়ু নিশ্বাসে টেনে নিয়ে ইয়াক গরুর মাংস এবং মাখন চা খেলে, যত খুশি জীবন আপনাদের আনন্দময় হয়ে উঠবে । প্রিয় শ্রোতাবন্ধুরা, সময় পেলে অবশ্যই চীনের পোতাসো জাতীয় পার্ক আসতে ভূলবেন না । ছালাউদ্দিন, বন্ধুরা কীভাবে এ পার্কে আসতে পারেন তা জানিয়ে দিন না ।
শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শেষ করার আগে আমরা আপনাদের জন্য পোতাসো জাতীয় পার্ক যাওয়ার তথ্যাবলী জানিয়ে দিচ্ছে । পোতাসো জাতীয় পার্ক ইয়ুন্নান প্রদেশের তিছিং বিভাগের সিয়াংকোলিলা জেলার পূর্বাঞ্চলে অবস্থিত । ইয়ুন্নান প্রদেশের রাজধানী খুনমিং থেকে রাতের গাড়িতে ১০ঘন্টা যাত্রার পর সরাসরিভাবে সিয়াংকোলিলা জেলায় পৌঁছবেন । প্রতিটি টিকিটের মূল্য প্রায় ২১০ ইউয়ান রেন মিন পি ।
বন্ধুরা, যদি বিমানে করে যান তাহলে খুনমিং থেকে সিয়াংকোলিলা যেতে প্রায় ৫০ মিনিট লাগে । বিমানের টিকিটের দাম ৬৫০ ইউয়ান । তারপর সিয়াংকোলিলা জেলা থেকে গাড়িতে করে পার্কে যেতে পারবেন । পার্কের টিকিট এবং গাড়ির টিকিট মিলে মোট ১৯০ ইউয়ান লাগবে ।
এই অঞ্চলে নানা ঋতুতে নানা ধরনের দৃশ্য দেখা যায় । এ অঞ্চলের আবহাওয়া ঠিক সাব মেরু অঞ্চলের মত । শরত্কাল ও শীতকাল দীর্ঘ এবং বসন্তকাল ও গ্রীষ্মকাল স্বল্প । সারা বছর সবচেয়ে গরমের সময় গড়পড়তা তাপমাত্রা থাকে ১৩ ডিগ্রী সেন্টিগ্রেড, সবচেয়ে ঠাণ্ডা সময় গড়পড়তা তাপমাত্রা শূন্যের নিচে ৩ ডিগ্রী সেন্টিগ্রেড । যদি শীতকালে সেখানে বেড়াতে যান, তাহলে বেশি কাপড় সঙ্গে নিয়ে যাওয়া উচিত । 1 2 |