চীনের প্রতি গ্রিসের ছাত্রছাত্রীদের আবেগ, মালভূমির অনলাইন শিক্ষা কার্যক্রম, চীনা বিমান বাহিনীর সহায়তায় স্নাতক তিব্বতি মেয়েদের সংক্ষিপ্ত সাক্ষাত্কার
  2019-11-18 15:21:10  cri

সিনচিয়াং তা জেলায় দূরবর্তী স্কুলে 'অনলাইন ক্লাস'

চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাশকুরকান তাজিক অধ্যুষিত এলাকার বোর্ডিং স্কুলের শিক্ষক থাং চোং ছিয়োং ছাত্রছাত্রীদের চীনা ভাষার পাঠ্যপুস্তক পড়ান। একই সময় জেলা থেকে ৬০ কিলোমিটার দূরে তা জেলার তাবুতার উপজেলার একটি প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইনে শিক্ষক থাংয়ের ক্লাস পড়াশোনা করে এবং স্ক্রিনের মাধ্যমে শিক্ষক থাংয়ের প্রশ্নোত্তর করে।

এমন ক্লাসের দৃশ্য সিনচিয়াংয়ের অনেক প্রাথমিক স্কুলে এখন নিয়মিত ব্যাপার। অনলাইন ক্লাসের মাধ্যমে দূরবর্তী এলাকার শিক্ষক-সংকট সমাধান করা হয়েছে। পামির মালভূমিতে অবস্থিত তা জেলা বিশাল ও লোকসংখ্যা কম, সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা ৪০০০ মিটারেরও বেশি। ১০ বছর আগে তা জেলায় বোর্ডিং স্কুল নির্মিত হয়, তবে তাতে শুধু কিছু শিক্ষার্থীদের চাহিদা মেটানো সম্ভব, আরো অনেক বাচ্চা বিভিন্ন জেলার স্কুলে পড়াশোনা করে।

তা জেলার তাবুতার উপজেলার প্রাথমিক স্কুলের শিক্ষক সিয়ানতি বলেন, উপজেলার প্রাথমিক স্কুলের শিক্ষক সংখ্যা কম এবং পড়াশোনার দক্ষতাও দুর্বল। তাদের স্কুলে ২০ জন শিক্ষক ও কর্মীদের মধ্যে শুধু ৯ জন ক্লাস নিতে পারেন এবং তারা শুধু তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস পড়াশোনা করতে সক্ষম। তাই উচ্চ শ্রেণীর ছাত্রছাত্রীরা শুধু বোর্ডিং স্কুলে গিয়ে তাদের লেখাপড়া করে থাকে।

শিক্ষা সম্পদের অভাব সমস্যার সমাধানে 'শিক্ষাদান সহায়তা প্রকল্প' চালু করা হয়েছে। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সহায়তায় গত বছর থেকে তা জেলার বোর্ডিং স্কুলে নতুন অভিস ভবন নির্মিত হয়েছে, রেকর্ডিং ক্লাসরুম, অডিও ক্লাসরুম আর কম্পিউটার ক্লাসরুমসহ বিভিন্ন ব্যবস্থা স্থাপিত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দূরবর্তী অনলাইন ক্লাস প্রশিক্ষণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

দূরবর্তী অনলাইন ক্লাসের মাধ্যমে মালভূমির বিভিন্ন প্রাথমিক স্কুলকে যুক্ত করা হয়েছে। বর্তমানে তা জেলার বোর্ডিং স্কুল তাবুতার উপজেলা, কুকেসিলিকে উপজেলা আর তাকান উপজেলাসহ বিভিন্ন এলাকার প্রাথমিক স্কুলের সাথে ইন্টারনেট ব্যবস্থা যুক্ত করেছে, তাদের মধ্যে সবচেয়ে দূরবর্তী আবাতি উপজেলার প্রাথমিক স্কুল জেলা থেকে ৪২০ কিলোমিটারেরও বেশি দূরে। এ সম্পর্কে তা জেলার বোর্ডিং স্কুলের প্রেসিডেন্ট চাং ইউয়ান থাই বলেন, দূরবর্তী অনলাইন ক্লাসের মাধ্যমে পামির মালভূমির সবচেয়ে দূরবর্তী স্কুলে জেলার স্কুলের মতো পাঠদান করা সম্ভব। ভবিষ্যতে বেইজিং ও শাংহাইসহ বড় শহরের শ্রেষ্ঠ শিক্ষা সম্পদ গ্রহণ করে দূরবর্তী অনলাইন ক্লাসের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের জন্য উচ্চ মানের ক্লাস অভিজ্ঞতা দেওয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছে।

দূরবর্তী অনলাইন ক্লাসের মাধ্যমে শুধু ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নীত হবে, তা-ই নয়, এতে স্থানীয় শিক্ষকরাও উপকৃত হবেন। তা জেলার বোর্ডিং স্কুলের ভাইস প্রেসিডেন্ট লিউ রুই মনে করেন, বর্তমানে দূরবর্তী অনলাইন ক্লাসের সময় স্কুলের অনেক শিক্ষকও ছাত্রছাত্রীদের সাথে লেখাপড়া করেন, তারা শ্রেষ্ঠ শিক্ষকদের পড়াশোনা পদ্ধতি ও অভিজ্ঞতা শিখে নিজের দুর্বলতা পূরণ করেন, যাতে নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের জন্য আরো চমত্কার ক্লাস দিতে সক্ষম।


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040