চীনের সিছুয়ান প্রদেশের গ্রামের এক কর্মকর্তা ও ই জাতির এক ছেলের মুগ্ধকর গল্প, চীনা শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়া এবং রুশ কারিগরি প্রশিক্ষণ
  2019-09-16 15:00:46  cri

বিদেশে চীনা ছাত্রছাত্রীদের লেখাপড়া

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের দেশে পরিণত হয়েছে চীন। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৭ সালে বিদেশে চীনা শিক্ষার্থীর সংখ্যা প্রথমবারের মতো ৬ লাখ পার্সনটাইম ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ইউরোপ ও আমেরিকান দেশগুলো ছাড়াও 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশগুলো চীনা শিক্ষার্থীদের নতুন গন্তব্যস্থানে পরিণত হয়েছে। তাছাড়া, চীনের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরাও ব্যাপকভাবে বাইরে পড়তে যাচ্ছে।

বেইজিংয়ের একটি মাধ্যমিক স্কুলের একজন শিক্ষার্থী চিয়াং লিং পো বলে,

'আমি বিদেশে উচ্চবিদ্যালয়ে পড়তে চাই, তাহলে তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবো এবং আমার সমবয়সী বিদেশি ছাত্রছাত্রীদের কোর্সও জানতে পারবো।'

ভাষা শেখার প্রাধান্য, বিদেশের শিক্ষাদানের পদ্ধতি আর স্বাধীন চরিত্র চর্চা করাসহ বিভিন্ন কারণে চীনা পিতামাতারা সন্তানদেরকে বিদেশে পাঠাতে চান। এ সম্পর্কে ম্যাডাম লিউ বলেন,

'যত আগে বিদেশে লেখাপড়া করতে পারবে, তত দ্রুত আন্তর্জাতিক সমাজের সাথে যোগাযোগ করতে সক্ষম হবে। তাদের ইংরেজি ভাষার মান ও জ্ঞান উন্নত হলে, ভবিষ্যতে তারা ভালো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারবে।'

তাছাড়া, বর্তমানে চীনা শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়ার গন্তব্য দেশও ভিন্ন হয়েছে। 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশগুলো নতুন জায়গায় পরিণত হয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১২ সালে সংশ্লিষ্ট দেশে চীনা শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৪ লাখেরও বেশি। শিক্ষার্থীর প্রতিনিধির অন্যতম জুও জুন মিং বলেন, ছোটবেলা থেকে চেক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি অনেক আগ্রহী তিনি, তাই তিনি এ দেশে পড়তে চান। তিনি বলেন,

'চেক প্রজাতন্ত্র 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশের অন্যতম। ভবিষ্যতে আমার সেখানে চাকরি করা বা স্বদেশে ফিরে আসা, এ ক্ষেত্রে অন্যদের চেয়ে আমার আরো বেশি সুযোগ থাকবে বলে মনে করি।'

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৭ সালের শেষ নাগাদ 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশের সাথে মোট ৪৫টি দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে চীন এবং ২৪টি দেশের সাথে পারস্পরিক স্নাতক ডিগ্রি স্বীকৃতি চুক্তিও স্বাক্ষর করা হয়। চেক-চীন শিক্ষাবিনিময় পরিষদের মহাপরিচালক নোয়েমি গুয়েরেরো বলেন, ২০১৬ সালে চেকের সাথে সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর করেছে চীন, তখন থেকে দু'দেশের শিক্ষাবিনিময় ব্যাপকভাবে বেড়েছে। তিনি বলেন,

'আমাদের দেশের ৬৭টি বিশ্ববিদ্যালয় চীন সরকারের স্বীকৃতি পেয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। চেক ভাষা মেজরের উদাহরণ দিয়ে বলা যায়, শিক্ষার্থীদের অনার্স, মাস্টার্স ও ডক্টরেট কোর্স সবই বিনা খরচের।'

চীন ও 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশ ও অঞ্চলের শিক্ষা সহযোগিতা উন্নয়নের সাথে সাথে অনেক দেশ চীনা শিক্ষার্থীদের নতুন গন্তব্যস্থানে পরিণত হয়েছে। এ সম্পর্কে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক পরিষেবা কেন্দ্রের পরিচালক ছেং চিয়া ছাই বলেন, সংশ্লিষ্ট দেশের সাথে সার্টিফিকেট স্বীকৃতি-ব্যবস্থা চালু করার মাধ্যমে শিক্ষাদানের বিনিময় জোরদার করা হয়েছে। তিনি বলেন,

'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশের শিক্ষাদানের বৈশিষ্ট্য স্পষ্ট আর পরস্পরের পরিপূরকও ভালো। তাই এসব দেশের সাথে সহযোগিতা জোরদার করে সম্ভাবনা খুঁজে পেতে সক্ষম।'


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040