চীনের শিক্ষার মান উন্নয়ন,বাধ্যতামূলক শিক্ষার মান উন্নীতকরণ এবং চীনের মেধাস্বত্ব সংরক্ষণ
  2019-07-22 15:34:00  cri

চীনের মেধাস্বত্ব সংরক্ষণ

জুলাই মাসের শুরুতে চীনের ছিংতাও শহরে ২০১৯ আন্তর্জাতিক কপিরাইট লেনদেন মেলা উদ্বোধন হয়। এবারের মেলার প্রতিপাদ্য ছিলো 'কপিরাইটের নতুন চালিকাশক্তি ও সৃজনশীল নতুন ভবিষ্যত'। মেলায় বলা হয়, পুরনো ও নতুন চালিকাশক্তির রূপান্তর এবং শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন বাস্তবায়ন করে কপিরাইট প্রদর্শনীর আন্তর্জাতিক মানদণ্ডের প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। এ সম্পর্কে চীনের শানতুং প্রদেশের ছিংতাও শহরের ডেপুটি-মেয়র ওয়াং চিয়া সিন বলেন,

'মেধাস্বত্ব সংরক্ষণ জোরদার করা এবং কপিরাইট শিল্পের উন্নয়ন বাস্তবায়ন করা, সৃজনশীল অর্থনৈতিক উন্নয়নের নতুন ইঞ্জিনে পরিণত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। একটানা আন্তর্জাতিক কপিরাইট লেনদেন মেলার আয়োজন দেশ-বিদেশে কপিরাইট খাতে ব্যাপক প্রভাব ফেলেছে।'

২০১৮ সালে চীনের ইন্টারনেট কপিরাইট শিল্পের পরিমাণ ৭৪২.৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ১৬.৬ শতাংশেরও বেশি। মেধাস্বত্ব সংরক্ষণে অনেক গুরুত্ব দেয় চীন সরকার। প্রাথমিকভাবে চীনের বাস্তবতা ও আন্তর্জাতিক নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ মেধাস্বত্ব নিয়ম গড়ে তোলা হয়েছে এবং আইন ও প্রশাসনের সাথে জড়িত মেধাস্বত্ব আইন প্রয়োগকারী ব্যবস্থা গঠিত হয়েছে। মার্কিন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগের বৈদেশিক সহযোগিতা বিভাগের প্রধান স্টেফেন মা বলেন,

'১৫ বছর আগে আমি প্রথমবার চীন সফর করতে আসি। তখন আমি শেনচেনে গেছি। তখন সহজেই নকল কপিরাইট জিনিস কিনতে পারি। তবে এখন খুবই কঠিন ব্যাপার। বস্তুত আমি স্পষ্টভাবে অনুভব করি যে চীনের কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন প্রাদেশিক সরকার মেধাস্বত্ব সম্পর্কে কঠোরভাবে আইন প্রয়োগ করেছে, তা দেশের অর্থনীতির উন্নয়নে অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার মেধাস্বত্ব, ব্র্যান্ড ও কপিরাইটের সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। কপিরাইটের আন্তর্জাতিক প্রতিশ্রুতি মেনে চলে আন্তর্জাতিক সমাজের সাথে ব্যাপক ও গভীর কপিরাইট সম্পর্ক স্থাপিত হয়েছে এবং বিশ্ব মেধাস্বত্ব সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেয়েছে। এ সম্পর্কে দেজের্লিন ইউএসের প্রেসিডেন্ট

ফ্রাঙ্ক আনটোনেলি বলেন,

'আন্তর্জাতিক সমাজে মেধাস্বত্ত একটি অতি গুরুত্বপূর্ণ অধিকার। বিশ্বের জনসংখ্যা সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিশ্বের আওতা অনেক ছোট হয়। মেধাস্বত্ব সংরক্ষিত পণ্যদ্রব্যের মেলা বিশ্বের বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয়, বিশেষ করে চীনে কপিরাইটের গুরুত্ব ব্যাপক স্বীকৃতি পেয়েছে। মেধাস্বত্ব সংরক্ষণ চীন আরো সামনে এগিয়ে নিতে ইচ্ছুক। চীন অনেক পণ্যদ্রব্যের কপিরাইট সংরক্ষণ করেছে, তা আমি স্বচোখে দেখেছি।'

এবারের মেলায় ছিংতাও প্রকাশনা গ্রুপের প্রদর্শনী এলাকায় চারটি ভাষার অনুবাদ 'চীন-নতুন লংমার্চ' বইটি প্রদর্শন করা হয়। এ সম্পর্কে গ্রুপের দায়িত্বশীল ব্যক্তি চাং সিয়াও বলেন,

'এটা নতুন ধরনের প্রচেষ্টা। আগে চীনের কপিরাইট বিদেশি প্রকাশনালয় দিয়ে তাদের মাধ্যমে দোভাষীর সাহায্যে অনুবাদ করে প্রকাশনা করা হয়। তবে এবারের প্রকল্প ভিন্ন। চীন এখন অনেক উদ্যোগ গ্রহণ করেছে। চীন পুঁজি বিনিয়োগের পদ্ধতিতে বিদেশি পেশাগত প্রকাশনালয় বা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে বিদেশের বই বাজার অনুসন্ধান করে থাকে।'

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/টুটুল/স্বর্ণা)


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040