চীনের শিক্ষার মান উন্নয়ন,বাধ্যতামূলক শিক্ষার মান উন্নীতকরণ এবং চীনের মেধাস্বত্ব সংরক্ষণ
  2019-07-22 15:34:00  cri

চীনের বাধ্যতামূলক শিক্ষার মান উন্নীতকরণ

সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চেং ফু জি বেইজিংয়ে বলেন, চীনের বাধ্যতামূলক শিক্ষার সর্বজনীনতা বাস্তবায়িত হয়েছে, বর্তমানে গুণগতমান ব্যাপকভাবে উন্নত হয়েছে। তবে তিনি আরো বলেন যে, বাধ্যতামূলক শিক্ষায় এখনও কিছু সমস্যা ও জটিলতা রয়েছে, তবে তা দূর হয়ে যাবে।

সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের যৌথ উদ্যোগে 'শিক্ষা ও প্রশিক্ষণ সংস্কার গভীরতর এবং সার্বিকভাবে শিক্ষার মান উন্নীতকরণ বিষয়ক পরামর্শ' প্রকাশিত হয়েছে। তাতে নৈতিকতা প্রশিক্ষণের কার্যকরিতা, মেধা প্রশিক্ষণমান উন্নীত করা, শরীর চর্চা জোরদার এবং শিল্পপতি ও শ্রম শিক্ষার উন্নয়নে নির্দিষ্ট পদক্ষেপ পেশ করা হয়েছে, যাতে নৈতিকতা, মেধা, ক্রীড়া, শিল্পকলা ও শ্রমসহ সার্বিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়।

উপমন্ত্রী চেং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্লাসের গুরুত্বপূর্ণ ভূমিকা জোরদার করে ক্লাসের শিক্ষাদানের দুর্বলতা সমাধান করতে হবে। তিনি বলেন,

'ক্লাসের পড়াশোনাকে বাধ্যতামূলক শিক্ষার মান উন্নীতকরণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা, সৃজনশীল পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করে তথ্য প্রযুক্তি ও শিক্ষাদানের গভীর সংমিশ্রণ বাস্তবায়ন করা, শিক্ষাদানের সুশৃঙ্খল প্রশাসনে গুরুত্ব দেওয়া ও হোমওয়ার্ক পরীক্ষার কাউন্সিলিংসহ সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র শিক্ষকের কথা শোনার পদ্ধতি থেকে শিক্ষার্থীদের চিন্তাভাবনায় উত্সাহ দেওয়া, পারস্পরিক মত বিনিময় করা আর অনুসন্ধানের মাধ্যমে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এমন পদ্ধতি চালু করা শিক্ষার্থীদের পড়াশোনা ও ফলাফলের জন্য অনেক ভালো।'

বিজ্ঞানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা শিক্ষাদানের মান উন্নীতকরণের মূল বিষয়। তা উন্নীত করতে চাইলে সংশ্লিষ্ট নির্দেশনামূলক কাজ নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মৌলিক শিক্ষা বিভাগের প্রধান ল্যু ইউ কাং বলেন, গুণগতমানসম্পন্ন শিক্ষাকে ভিত্তি করে বিজ্ঞানসম্মত পর্যালোচনা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন,

'বাধ্যতামূলক শিক্ষায় জেলাকে ভিত্তি করে প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়, বিশেষ করে বিভিন্ন অঞ্চলের সিপিসি'র কমিটি ও সরকারকে বাধ্যতামূলক শিক্ষায় নেতৃত্ব, মূল্যবোধ নির্দেশনা, পরিবেশ নিশ্চয়তা ও ভারসাম্য উন্নয়নের বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করতে হবে। শুধু ছাত্রছাত্রী ভর্তির হার দিয়ে স্কুল ও শিক্ষকদের কাজ পর্যালোচনা করা যাবে না।'

লেখাপড়ার চাপ কমিয়ে দেওয়া হলো এবারের পরামর্শের গুরুত্বপূর্ণ বিষয়। তাতে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক বাবা মায়ের হোমওয়ার্কে পরিণত হওয়া এড়ানো হবে। এ ব্যবস্থা ছাত্রছাত্রী ও তাদের বাবা মায়ের চাপ কমিয়ে দিতে সক্ষম। ..........

'ছাত্রছাত্রীদের ভুল ইঙ্গিত দেওয়া যাবে না। নিজের কাজ অন্যদের মাধ্যমে সম্পন্ন করা তা শিক্ষাদানের মূল উদ্দেশ্য নয়। ছোটবেলা থেকে বাচ্চাদের নিজের কাজ নিজেই করতে হবে এমন ধারণা প্রশিক্ষণ দেওয়া উচিত। তাহলে কি করতে হবে? চীনের কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট নীতিমালা কঠোরভাবে মেনে নিতে হবে। যে কোনো স্কুল বা শিক্ষক এ নীতিমালা লঙ্ঘন করলে,তার উপর শাস্তি আরোপ করতে হবে।'

তাছাড়া, শরীর চর্চা জোরদার করার বিষয়ও ওই পরামর্শে অন্তর্ভুক্ত হয়েছে। সুস্থ শারীরিক যোগ্যতা না থাকলে সনদপত্র পাওয়া যাবে না। এছাড়া, ক্রীড়া মেজর উচ্চবিদ্যালয়ের পরীক্ষায় যুক্ত করতে হবে। সুশৃঙ্খলভাবে বিভিন্ন ক্লাস ও ক্রীড়া ক্লাসের সময় সমন্বয় করা, বিভিন্ন স্কুলের বৈশিষ্ট্যময় ক্রীড়া প্রকল্প চালু করা ও ব্যাপকভাবে স্কুলের ফুটবল খেলা উন্নয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীদের এক বা একাধিক ক্রীড়ার দক্ষতা অর্জন নিশ্চিত করা যায়।


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040