রাশিয়ার উচ্চ বিদ্যালয়ের বিদেশি ভাষা পরীক্ষায় চীনা ভাষা অন্তর্ভুক্তকরণ
চলতি বছর রাশিয়ার উচ্চ বিদ্যালয়ের বিদেশি ভাষা পরীক্ষায় প্রথমবারের মতো চীনা ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা যায় মস্কোর একজন ছাত্রী চীনা ভাষা পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন।
ছাত্রীর নাম আনাস্তাসিয়া আন্দ্রিউনিনা, তার বয়স ১৮ বছর, তিনি মস্কোর ১৫১৭ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। ১১ বছর ধরে চীনা ভাষা শিখছেন তিনি। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৬ বছর বয়স থেকে আনাস্তাসিয়া পিতামাতার সাথে চীনে অবস্থান করেন। এ সময় তিনি চীনে লেখাপড়াও করেন। এরপর মাধ্যমিক স্কুলের সময় তিনি রাশিয়া ফিরে আসেন। তিনি বলেন,
'চীনে পড়াশোনার সময় অনেক চীনা বন্ধুদের সাথে পরিচিত হয়েছি। আমার শিক্ষক ও সহপাঠীরাও চীনা।আমি চীনা মানুষ ও সংস্কৃতি এবং চীনা ভাষা ও হস্তলিপি খুবই পছন্দ করি। চীনা খাবারসহ দেশটির অনেক জিনিসের প্রতি আমি আগ্রহী, তাই ভবিষ্যতে আমি চীনে জীবন কাটাতে চাই।'
চলতি বছর রাশিয়ার উচ্চ বিদ্যালয়ের বিদেশি ভাষা পরীক্ষায় প্রথমবারের মতো চীনা ভাষা অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৯ সালে দেশটির ২৮৯ জন শিক্ষার্থী চীনা ভাষা পরীক্ষার জন্য নিবন্ধন করে। তাদের মধ্যে ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
রুশ ফেডারেল শিক্ষা বিজ্ঞান তত্ত্বাবধায়ক ব্যুরোর প্রধান সের্গেই ক্রাভসোভ বলেন, এ ফলাফল খুবই আশাব্যঞ্জক। আরেকটি আনন্দের ব্যাপার হলো রাশিয়ায় চীনা ভাষা পরীক্ষায় একজন মেয়ে শতভাগ নম্বর পেয়েছেন। পরীক্ষার এ ফলাফল জেনে মেয়ে আনাস্তাসিয়া খুব খুশি। আনাস্তাসিয়া জানান,
'চীনা ভাষার পরীক্ষায় আমি ১০০ নম্বর পেয়েছি। এ খবর যখন শুনি তখন আমি মাত্রই ঘুম থেকে উঠেছি। তাই আমি শিক্ষকের কথা বুঝতে পারিনি। পরে খেয়াল করেছি যে, আমি শতভাগ নম্বর পেয়েছি, তা খুবই চমত্কার একটি ব্যাপার। আমার মা-বাবা আমাকে চীনে নিয়ে যাওয়ার কারণে এ সফলতা অর্জন করেছি।'
ইভগেনি জামস্কোই হলেন আনাস্তাসিয়ার চীনা ভাষার শিক্ষক। আনাস্তাসিয়ার চীনা ভাষার দক্ষতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন,
'সে চীনা ভাষার প্রতি খুব আগ্রহী। সে অনেক পরিশ্রমী। এই পরিশ্রমের কারণেই সে ভালোভাবে চীনা ভাষা শিখতে পেরেছে। অনেকেই তার মতো এতো ভালোভাবে চীনা ভাষা বলতে পারে না। উচ্চারণ ও টন চীনা ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ, তা ভালোভাবে শিখতে না পারলে ভালোভাবে চীনা ভাষা শেখা সম্ভব নয়।'
মস্কোর ছাত্রীর চীনা ভাষা পরীক্ষায় ১০০ নম্বর পাওয়ার খবর দেখে মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাস্তাসিয়ার ছবি পোস্ট করেন। পরীক্ষায় আনাস্তাসিয়ার চমত্কার ফলাফলের কারণে রুশ পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির আইন বিভাগ তাকে ভর্তি করতে চায়। মস্কো আন্তর্জাতিক সম্পর্ক একাডেমি এবং সেন্টপিটার্সবুর্গ স্টেট বিশ্ববিদ্যালয়েও আবেদনপত্র জমা দেন আনাস্তাসিয়া।
রুশ ফেডারেল শিক্ষা বিজ্ঞান তত্ত্বাবধায়ক ব্যুরোর প্রধান ক্রাভসোভ বলেন, চীনা ভাষা রুশ উচ্চ বিদ্যালয়ের বিদেশি ভাষা পরীক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য তিন বছর ধরে প্রস্তুতি নেয় সরকার। চলতি বছরের সফলতা দেখে নতুন বছরে আরো বেশি শিক্ষার্থী চীনা ভাষা পরীক্ষায় অংশ নেবে বলে উল্লেখ করেন তিনি।