চীনা প্রেসিডেন্ট সি'র রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ, এশিয়ায় উচ্চশিক্ষার বৃহত্তম গন্তব্যদেশ চীন, ফিলিপিন্সে প্রবাসী চীনার সহায়তায় নির্মিত দরিদ্র শিশুকেন্দ্র ও কিউএসের প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং
  2019-06-24 16:20:09  cri

কিউএসের প্রকাশিত সর্বশেষ বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মান যাচাইয়ের ব্রিটিশ প্রতিষ্ঠান কিউএস বিশ্বের বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের ৮২টি দেশ ও অঞ্চলের ১০০০টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এবারের অবস্থান ১৬ ও পিকিং বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২২, যা চীনের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো র‍্যাঙ্কিং রেকর্ড সৃষ্টি করেছে।

১৯ জুন প্রকাশিত এ র‍্যাঙ্কিয়ে বলা হয়, টানা ৮ বছর ধরে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে এমআইটি। এশিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে ১১তম স্থান অর্জন করে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় ও নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে চীনের মূলভূভাগের বিশ্ববিদ্যালয়ের অবস্থান আকর্ষণীয়। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম স্থান মার্কিন ইয়েল বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে, পিকিং বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং আগের চেয়ে ৮ ধাপ এগিয়ে ২২তম স্থানে দাঁড়িয়েছে। এ তালিকায় চীনের ৬৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূলভূভাগের ৪২টি, চীনের তাইওয়ান প্রদেশের ১৬টি ও হংকং বিশেষ প্রশাসনিক এলাকার ৭টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

কিউএস শিক্ষা গ্রুপের চীনা শাখা অফিসের পরিচালক ড. চাং ইয়ান বলেন, বর্তমানে বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও অর্থায়নে গুরুত্ব দিয়েছে চীন, তাই ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সাথে শিক্ষার ব্যবধানও স্পষ্টভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন,

'চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। শিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক প্রভাবের কারণে শিক্ষার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় অনেক গুরুত্ব দেয় বেইজিং। চীনে একাডেমিক শক্তির দ্রুত উন্নয়ন অর্জিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে ব্যবধান অনেক কমে গেছে।'

সর্বশেষ তালিকা অনুযায়ী গত ৫ বছরে চীনের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত থিসিস সংখ্যা ৪ লাখ ২৮ হাজারটিরও বেশি, আর মার্কিন বিশ্ববিদ্যালয়ের থিসিস সংখ্যা ৪ লাখ ৪৩ হাজারটিরও বেশি, যার ব্যবধান মাত্র ১৫ হাজার।

ভবিষ্যতে চীনের বিশ্ববিদ্যালয় কিভাবে বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ করবে এবং বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা ও তত্ত্ব থেকে ফলাফল রূপান্তর করবে তা নিয়ে ড. চাং বলেন, চীন শিক্ষার মাধ্যমে শক্তিশালী পথে স্থিতিশীলভাবে হাঁটে এবং শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির সংমিশ্রণে মনোযোগ দেয়। তিনি বলেন,

'ভবিষ্যতে বিশ্বের শিক্ষা খাতের শক্তিশালী দেশ গঠনে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা স্থাপনে গুরুত্ব দেবে চীন, অব্যাহতভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিদের অবস্থান ও ভর্তুকি বাড়িয়ে দেবে। চীন কার্যকরভাবে বিশ্বে শিক্ষার নেটওয়ার্ক গড়ে তুলবে, গবেষণা ও তত্ত্বের ফলাফলের রূপান্তর জোরদার করবে, এআই প্রযুক্তি ও শিক্ষার গভীর সংমিশ্রণ বাস্তবায়ন করবে, যাতে যত দ্রুত সম্ভব শিক্ষা খাতের শক্তিশালী দেশে পরিণত হওয়া যায়।'

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/টুটুল/স্বর্ণা)


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040