তিনজন পরিশ্রমী চীনা নারীর গল্প
  2019-06-11 15:57:51  cri

(লি লি ইং)

২০১৭ সাল লি লি ইংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে বছরের ফেব্রুয়ারি মাসে লি লি ইং ইউনদাংহুয়ের সংবো পার্কের প্রধান নির্বাচিত হন। ইউনদাংহু পরিচালনা কেন্দ্র আরো ভালভাবে নাগরিকদের প্রয়োজন পূরণ করার জন্য ২০১৫ সালে নব্যতাপ্রবর্তন পরিচালনার পদ্ধতি নেওয়া হয়।

পার্কটির প্রধানের কাজ হলো জনকল্যাণমূলক কাজ করা। এ সম্পর্কে তিনি বলেন, "পার্কটির প্রধানের কোনো বেতন নেই। কিন্তু আমি নাগরিকদের সেবা দিতে ইচ্ছুক।"

লি লি ইং প্রতিদিন পার্ক পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজন সম্পর্কে জানেন।

লি লি ইং একজন নাচের শিক্ষকও বটে। প্রতিরাতে তিনি পার্কে নাচ শেখান।

তিনি পার্কটির প্রধান হবার পর পার্কে খাবার-ব্যবস্থা উন্নত করেন এবং শরীরচর্চা যন্ত্রপাতি স্থাপন করেন। পার্কটি তত্ত্বাবধানের জন্য ২৬৭ সদস্যের একটি দল আছে। পার্কের শৃঙ্খলা, পরিবেশ ও নিরাপত্তা সুরক্ষা করেন তাঁরা। লি লি ইং তত্ত্বাবধান দলের প্রত্যেক সদস্যকে নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করেন। তাঁরা পার্ক নিজের পরিবারের মত সুরক্ষা করেন। এ সম্পর্কে লি লি ইং বলেন, "সংবো পার্ক আমাদের পরিবারের পার্কের মতো। পার্কের মানুষগুলো হলেন আমাদের পরিবারের সদস্য।"

(লি লি ইং ও স্থানীয় বাসিন্দারা)

লি লি ইং নাগরিকদের ব্যাপক সমর্থন ও প্রশংসা পেয়েছেন। এ সম্পর্কে একজন স্থানীয় বাসিন্দা বলেন, "তিনি ভালভাবে দায়িত্ব পালন করেন। সেজন্য আমরা সবাই তাঁকে সমর্থন করি। বর্তমানে পার্কটি খুবই সুন্দর ও পরিষ্কার।"

সিপিসি'র অষ্টাদশ জাতীয় প্রতিনিধি সম্মেলনের পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি নারীদের কাজের ওপর বেশি গুরুত্ব দিতে থাকে। সি চিন পিং বিভিন্ন স্থানে বহুবার নারীদের কাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ তাত্পর্য ব্যাখ্যা করেছেন।

বস্তুত, বর্তমানে চীনের বিভিন্ন স্থানে, বিভিন্ন বয়সের নারীরা বিভিন্ন ধরনের কাজ করছেন এবং নিজেদের সুন্দর জীবনের স্বপ্ন পূরণে পরিশ্রম করছেন।


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040