তিনজন পরিশ্রমী চীনা নারীর গল্প
  2019-06-11 15:57:51  cri

(ইউ হং ছুন)

ইউ হং ছুনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাহস ও পরিশ্রম। তিনি রেস্তোরাঁয় কাজ করেছেন, পর্যটনসংশ্লিষ্ট কাজ করেছে, পোষাকের ব্যবসা করেছেন। পরে তিনি বিয়ে করেন, সন্তানের জন্ম দেন, এবং তালাকপ্রাপ্ত হন। ২০১১ সালে তিনি সিয়ামেন স্যিথৌস্যিয়াতে একটি ছোট পারিবারিক হোটেল খোলেন এবং নিজের সুন্দর জীবন শুরু করেন।

স্যিথৌস্যিয়া হল সিয়ামেন শহরের সিমিং এলাকার একটি গ্রাম। গ্রামের প্রাকৃতিক পরিবেশ সুন্দর। বর্তমানে গ্রামটি বিবাহের ফটোগ্রাফির জন্য বিখ্যাত জায়গায় পরিণত হয়েছে। বর্তমানে ০.১৩ বর্গকিলোমিটার আয়তনের গ্রামে অনেকগুলো ফটোগ্রাফি এজেন্সি রয়েছে এবং প্রায় ৫০টি পারিবারিক হোটেল ও কফি শপ রয়েছে। এ সম্পর্কে ইউ হং ছুন বলেন, "আমি প্রথমে গ্রামটিতে পা রেখেই বুঝেছিলাম যে, এটি একদিন জনপ্রিয় হয়ে উঠবে। গ্রামটির ভৌগোলিক সুবিধা রয়েছে। এ ছাড়া গ্রামটি খুবই শান্ত। সেজন্য আমি এখানে ব্যবসা শুরু করি।'

(ইউ হং ছুন'র হোটেল)

চার বছর পর ইউ হং ছুন আরো বড় পারিবারিক হোটেল ও রেস্তোরাঁ খুলেছেন এবং 'হুয়াতি' শীর্ষক নিজের ব্যান্ড গড়ে তুলেছেন। হুয়া হলো 'ফুল' এবং 'তি' মানে বাড়ি। তিনি নিজের ফুলের সমুদ্র নির্মাণ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, "আমার আগের পারিবারিক হোটেলে বাজারের চাহিদা অনুসারে নতুনত্ব এনেছি। আমি মনে করি, পারিবারিক হোটেলের ব্যবসা হতে হবে মালিকের মনের মতো।"

ইউ হং ছুনের অভিজ্ঞতা বেশি। সন্তান হওয়ার আগে তিনি স্বামীর সঙ্গে ব্যবসা করতেন। তিনি স্যিয়ামেন থেকে গুয়াংচৌ শহরে গিয়ে বিভিন্ন পণ্য ক্রয় করতেন। কিন্তু সন্তান হওয়ার পর তিনি নিজের অধিকাংশ সময় দিয়েছেন সন্তানকে। কিন্তু এ ধরণের জীবন তাঁর প্রত্যাশিত না। এ সম্পর্কে তিনি বলেন, "আমার সন্তান হওয়ার পর এক বছর আমি কোনো অর্থ আয় করিনি। আমি স্বামীর কাছ থেকে টাকা নিয়ে চলতাম। এটি আমার প্রত্যাশিত জীবন না। আমি নিজের কাজ করবো। আমি সন্তানের জন্য নিজের ভালো লাগাকে বিসর্জন দেবো না।"

পরে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। তিনি সন্তান নিয়ে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি প্রতিষ্ঠানের প্রতিটি কাজে অংশ নেন। কয়েক বছরের পরিশ্রম সম্পর্কে ইউ হং ছুন বলেন, "এ কয়েক বছরের অভিজ্ঞতা খুবই মূল্যবান। আমি উন্নয়নের পথ খুঁজেছি এবং নিজেকে খুঁজেছি। বর্তমান জীবন হলো আমার প্রত্যাশিত জীবন।"

পারিবারিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসার পাশাপাশি ইউ হং ছুন স্যিথৌস্যিয়া পারিবারিক হোটেল সমিতির চেয়ারম্যান। ২০১৭ সালে তাঁর নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীরা পৌর সরকারকে পুনর্গঠনের কাজে সহায়তা করেছিলেন। তিনি বলেন, সিয়ামেনের একজন বাসিন্দা হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করছেন।

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040