'জীবনের সন্ধিক্ষণ কয়েকটি। যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে ভবিষ্যত উজ্জ্বল হবে।'
২০০১ সালে ১৯ বছর বয়সী সিছুয়ান প্রদেশের মেয়ে ইউয়ে হং ছুন একা ট্রেনে সিয়ামেনে এসে কাজ শুরু করেন। "তখন আমি প্রথমবারের মতো ট্রেনে উঠি। সিয়ামেনের ট্রেনস্টেশনে প্রবেশ করার আগে আমি সমুদ্র দেখেছিলাম। আমার মনে ছিল, এটি হল সমুদ্র, আমি কখনো দেখিনি। আমি জানি যে, এটি হল সে-জায়গা যা আমার প্রত্যাশ্যিত জায়গা।'
একই বছরে মধ্যবয়সী নারী লি লি ইংয়ের সিয়ামেন শহরের ইউনদাং হ্রদের কাছে বসবাস করেন। তাঁর প্রতি দিনে সবচেয়ে আনন্দময় সময় হল নগরচত্বরে নাচগান করা।
তিন জন ভিন্ন ভিন্ন বয়সের নারী সিয়ামেনে নিজেদের সুখী জীবন গড়ে তুলেছেন। আজকের অনুষ্ঠানে আমি তাঁরের গল্প আপনাদের শোনাবো।
চি হংয়ের জীবন সফল। তিনি একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং তিনটি শিশুর মা।
২০১০ সালে বাজারের বিশ্লেষণ ও গবেষণার পর চি হং মনে করেন, চা অথবা সংশ্লিষ্ট পণ্যের বড় বাজার হবে। সেজন্য আগের বিজ্ঞাপন কোম্পানি ছেড়ে তিনি ও তাঁর স্ত্রী একটি চা বিক্রির ই-কমার্স কোম্পানি গড়ে তোলেন। টিমাল, জেডি ও ভিপশোপের মতো বড় ই-কমার্স প্লাটফর্ম ছাড়াও বর্তমানে চীনে খুব জনপ্রিয় ছোট ভিডিও অ্যাপ দৌইনে নিজেদের পণ্য বিক্রি করেন তারা।
(চি হংয়ের চা যাদুঘর)
বর্তমানে চি হংয়ের কোম্পানির চারেনলিং শীর্ষক অ্যাকাউন্ট দৌইনে প্রায় ৫.৬ লাখ ফ্রেন্ড পেয়েছে। ২০১৮ সালে চা কোম্পানির বিক্রির পরিমাণ গত বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি ছিল।
নিজের সফল অভিজ্ঞতা নিয়ে চি হং বলেন, সঠিক সময় সঠিক কাজ করা উচিত। তাঁর দৃষ্টিতে বিদ্যালয়ে ভালভাবে শিখা উচিত এবং যুবক বয়সে পরিশ্রম করা উচিত, যাতে ভবিষ্যতের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করা যায়। তিনি বলেন, "পরিশ্রম করার সময় পরিশ্রম করা উচিত। যদি তুমি পরিশ্রম না করো, তাহলে অবশ্যই অন্যরা তোমাকে ছাড়িয়ে যাবে।"
ব্যবসা উন্নয়নের পাশাপাশি চি হং সুখী পরিবার পেয়েছেন। তাঁর স্বামী তাঁর ব্যবসার অংশীদার ও সন্তানদের দায়িত্বশীল বাবা। এখন তাঁর বড় ছেলে বিদেশে লেখাপড়া করছেন। আরো দু'জন মেয়ে তাঁর সঙ্গে আছে।
তিনি ব্যবসা ব্যবস্থাপনার মতোই গুরুত্ব দিয়ে নিজের সন্তানকে শিক্ষা দেন। তিন জন সন্তানের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী তাঁদের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করেন। তাঁর মনে হয়, পরিকল্পনা ও স্থিতিশীলতা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ।