নারী ও কন্যাশিশুদের শিক্ষাগ্রহণ নিয়ে চীনা ফার্স্ট লেডির ভাষণ, চীনে ব্রিটেনের ঐতিহ্যবাহী স্কুলের শাখা ক্যাম্পাস স্থাপন ও চীনের উচ্চবিদ্যালয়ে বহুভাষার ক্লাস স্থাপন
  2019-04-15 16:22:59  cri

চীনের উচ্চবিদ্যালয়ে বহুভাষার ক্লাস স্থাপন

২০১৮ সালের শরত্কালীন সেমিস্টার থেকে সরকারি উচ্চবিদ্যালয়ের ক্লাসসূচিতে জার্মান, ফরাসি ও স্প্যানিশ ভাষার ক্লাস অন্তর্ভুক্ত করেছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। তখন থেকে শিক্ষার্থীরা উচ্চবিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সময় ইংরেজি, রুশ, জাপানি- এ তিনটি ভাষাসহ মোট ৬টি ভাষা বাছাই করতে সক্ষম। এ সম্পর্কে সিপিপিসিসির সদস্য, চীনের সাবেক শিক্ষামন্ত্রী লিউ লি মিন বলেন, এ সিদ্ধান্ত থেকে চীনের অবারিত মনোভাব প্রতিফলিত হয়েছে।

নতুন সংশোধিত উচ্চবিদ্যালয়ের ক্লাস কাঠামো আরো উন্নত হয়েছে, যার মাধ্যমে ভিন্ন শিক্ষার্থীদের জন্য ভিন্ন ক্লাস প্রদান করা হয়েছে। বিদেশি ভাষার মেজরে ইংরেজি, রুশ, জাপানি, জার্মান, ফরাসি ও স্প্যানিশ- এ ৬টি ভাষা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজের অবস্থা অনুযায়ী ভাষা বাছাই করতে সক্ষম। এ সম্পর্কে লিউ বলেন,

'তা থেকে চীনের অবারিত মনোভাব প্রতিফলিত হয়, আমাদের মৌলিক শিক্ষারও আন্তর্জাতিকায়ন হয়েছে। চীনের বৈদেশিক উন্মুক্তকরণ ও সংস্কার চালু করার পর, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি দ্রুতভাবে উন্নত হয়েছে, আন্তর্জাতিক বিনিময়ও দিন দিন বাড়ছে, শুধু একমাত্র ভাষা আমাদের যোগাযোগের চাহিদা পূরণ করতে সক্ষম নয়। তাই জার্মান, ফরাসি ও স্প্যানিশ ক্লাস চালু হয়েছে। তা ছাত্রছাত্রীদের আন্তর্জাতিকায়নের জন্য সহায়ক। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি ল্যাটিন আমেরিকান দেশগুলোর সাথে আর্থ-বাণিজ্যিক বিনিময় ঘনিষ্ঠতর হয়ে উঠেছে, তাই স্প্যানিশ ভাষা অনেক প্রয়োজনীয়। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে ভিন্ন ভাষার দোভাষীর নিজ নিজ প্রাধান্য রয়েছে। নতুন প্রেক্ষাপটে আমাদের বিনিময় বহুমুখী আর ভাষাও বহুমুখী।'

বেইজিং গুছেং মাধ্যমিক স্কুল স্প্যানিশ ভাষা ভিত্তিক স্কুলের অন্যতম। এ স্কুলের স্প্যানিশ ক্লাস বেইজিং শহরের একমাত্র পরীক্ষামূলক ক্লাস। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে এ ক্লাস চালু হয়। এ ক্লাসের অনেক শিক্ষার্থী চমত্কার পরীক্ষার ফলাফল নিয়ে চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আর কেউ কেউ স্পেনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এ ভাষা শেখার সাথে সাথে ছাত্রছাত্রীদের চরিত্রও প্রফুল্ল হয়েছে। এ সম্পর্কে গুছেন মাধ্যমিক স্কুলের ছাত্রী স্যু ওয়ে থুং বলেন,

'স্প্যানিশ ভাষা শেখার মাধ্যমে অন্যান্য দেশের রীতিনীতি ও আবেগ অনুভব করি, আমার চরিত্রও শান্ত থেকে প্রফুল্ল হয়েছে। ভবিষ্যতে স্প্যানিশ ভাষার সাথে জড়িত চাকরি করবো। যেমন বাণিজ্যের কাজ। কারণ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীন ও ল্যাটিন আমেরিকান দেশগুলোর বিনিময় আরো বেশি হবে। আমার স্প্যানিশ ভাষার দক্ষতা দিয়ে দেশের জন্য অবদান রাখতে চাই।'

বিশ্বের ২১টি দেশের সরকারি ভাষা স্প্যানিশ। বর্তমানে চীন ও স্প্যানিশ ভাষার দেশের সাথে আর্থ-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় দিন দিন বাড়ছে, প্রচুর দোভাষী ব্যক্তির প্রয়োজন। বাচ্চাদের স্প্যানিশ ভাষা শেখার পর তাদের পরিবর্তন দেখে পিতামাতারা ব্যাপক সমর্থন দেন। একজন ছাত্রের পিতা ওয়াং জিং বলেন,

'আন্তর্জাতিক সমাজে স্প্যানিশ ভাষার ভূমিকা গুরুত্বপূর্ণ। স্প্যানিশ ভাষা বাচ্চাদের প্রতিদ্বন্দ্বিতার জন্য সহায়ক আর নতুন অভিজ্ঞতা হিসেবে ভাষা প্রকাশের দক্ষতাও চর্চা করতে সক্ষম। নতুন ভাষা ও বহুমুখী চিন্তাভাবনার মাধ্যমে বাচ্চারা দৃষ্টি সম্প্রসারণ করতে সক্ষম।'

বিশ্ববিদ্যালয় থেকে স্প‍্যানিশ ভাষা শেখার শিক্ষার্থীদের তুলনায় মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের কি কি প্রাধান্য রয়েছে? এ সম্পর্কে গুছেং স্কুলের শিক্ষক চাং ই নি বলেন,

'আমার ধারণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছাত্রছাত্রীদের বয়স আরো কম। যত আগে বিদেশি ভাষা শেখা শুরু করা যায়, তাদের ভাষা অর্জন তত ভালো। বিশ্ববিদ্যালয় থেকে বিদেশি ভাষা শিখতে ৪ বছর সময় দরকার, এবং তাতে বাণিজ্য, প্রকৌশলসহ নির্দিষ্ট বিষয়ও থাকবে। যদি মাধ্যমিক স্কুলে ভিত্তি স্থাপন করা যায়, তাহলে ভাষার দক্ষতা আরো ভালো হয়।'

চীনে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত রাফায়েল দেজকাল্লার দে মাজারেদো বলেন, বিদেশি ভাষার প্রশিক্ষণ চীনের বৈদেশিক উন্মুক্তকরণের প্রতীক। তিনি বলেন,

'চীনাদের স্প্যানিশ ভাষা শেখার আগ্রহ বেশি, বিশেষ করে তা উচ্চবিদ্যালয়ের ক্লাসে অন্তর্ভুক্ত হওয়ার পর। তা বৈদেশিক উন্মুক্তকরণে চীনের প্রচেষ্টার প্রতীক। চীনে স্প্যানিশ ভাষার প্রচলন শুধুমাত্র স্পেনের জন্যই নয়, বরং অন্যান্য স্প্যানিশ ভাষা-ভাষী দেশের সঙ্গে আদান-প্রদানের জন্যও গুরুত্বপূর্ণ। এমন দেশের সাথে যোগাযোগে আরো বেশি দক্ষ দোভাষী দরকার। তাদের প্রশিক্ষণে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষর করেছে আমার দেশ।'

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

(সুবর্ণা/টুটুল/স্বর্ণা)


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040