নারী ও কন্যাশিশুদের শিক্ষাগ্রহণ নিয়ে চীনা ফার্স্ট লেডির ভাষণ, চীনে ব্রিটেনের ঐতিহ্যবাহী স্কুলের শাখা ক্যাম্পাস স্থাপন ও চীনের উচ্চবিদ্যালয়ে বহুভাষার ক্লাস স্থাপন
  2019-04-15 16:22:59  cri

চীনে ব্রিটেনের ঐতিহ্যবাহী স্কুলের শাখা ক্যাম্পাস স্থাপন

সম্প্রতি চার শতাধিক বছরের ঐতিহ্যবাহী ব্রিটিশ আপিংহাম স্কুল প্রথমবারের মতো চীনা পতাকা উত্তোলন করে চীনা অতিথিদের স্বাগত জানায়। ব্রিটেনে নিযুক্ত চীনা শিক্ষাবিষয়ক কনসুলার ওয়াং ইয়োং লিসহ প্রতিনিধি দল স্কুল পরিদর্শন করেন এবং স্কুলের প্রেসিডেন্ট রিচার্ড জে. ম্যালোনিসহ কর্মকর্তাদের সাথে চীন-ব্রিটেন শিক্ষা বিনিময় নিয়ে আদান-প্রদান করেন। ম্যালোনি বলেন,

'আমাদের স্কুলের ৪৩০ বছরের ইতিহাস রয়েছে, যা ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী স্কুলের অন্যতম। আমাদের স্কুল বন্দরের মতো বিশ্বের জন্য খোলা। চীনের সাথে সহযোগিতা প্রকল্প আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, চীনের সাথে সহযোগিতা শুধু শিক্ষা নয়, বরং সংস্কৃতির সাথেও জড়িত।'

১৫৮৪ সালে প্রতিষ্ঠিত আপিংহাম স্কুল ব্রিটেনের রাটল্যান্ড অঙ্গরাজ্যের একটি জেলায় অবস্থিত, রাজধানী লন্ডন থেকে এর দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। উনবিংশ শতাব্দীর ৫০'র দশকে শিক্ষাবিদ এডওয়ার্ড থ্রিং স্কুলের তত্কালীন প্রেসিডেন্ট হিসেবে ক্লাসসূচি সংস্কার করেন আর শিল্প ও খেলাধুলাসহ বিভিন্ন কোর্স যুক্ত করেন। পরে এ সংস্কার অন্যান্য সরকারি স্কুলেও চালু হয়। ১৮৬৫ সালে স্কুলটিতে পল ডেভিড নামক একজন সংগীত পরিচালককে আমন্ত্রণ জানানো হয়, তাতে স্কুলের শিক্ষার্থীদের সংগীত মান ব্যাপক উন্নীত করা হয়। এ পর্যন্ত স্কুলের সংগীত শিক্ষার উচ্চ মান ব্রিটেনে সুপরিচিত। চীনের শাংহাই শহরের ছাত্র বলেন,

'স্কুলের শিক্ষার্থীদের এক ধরনের বাদ্যযন্ত্র বাজাতে শিখতে আর প্রতি সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দুই ঘন্টার মতো খেলাধুলা করতে হবে।'

চৌ আরো বলেন, সংগীত ক্লাস প্রতি সপ্তাহে একবার ৪০ মিনিটের মতো। হকি ও অন্য খেলা শেখার পর সংগীত ও খেলাধুলার সুবিধা উপভোগ করেন তিনি। তিনি বলেন,

'সবাই লেখাপড়ার জন্য বড় চাপের মধ্যে পড়ে, সংগীত ও খেলাধুলা চাপ প্রশমনের জন্য সহায়ক আর পাশাপাশি এতে আরো বেশি বন্ধুদের সাথে পরিচিত হওয়া যায়। এখানে একসাথে ক্লাসে যাওয়ার বন্ধু খুঁজে পাওয়া যায়। আমি সংগীত ও খেলাধুলার ক্লাসও পছন্দ করি।'

সাক্ষাত্কালে স্কুলের রসায়ন, ফিজিক্যাল ও ডিজাইনসহ বিভিন্ন ক্লাস ঘুরে দেখেন সাংবাদিক। নৃত্য এলাকায় অনেক শিক্ষার্থী আধুনিক নৃত্য চর্চা করেন আর একজন মেয়ে ব্যালে চর্চা করেন এবং তার সাথে শিক্ষক রয়েছেন। কেন শুধু একজন ছাত্রীর জন্য ব্যালে ক্লাস চালু করেন? এ প্রশ্নোত্তরে শিক্ষক বলেন, কারণ তাঁর প্রাধান্য ব্যালে। এমন সিদ্ধান্ত সাংবাদিকের মনে গভীর দাগ কাটে।

স্কুলে মোট ৮০০ জন শিক্ষার্থী রয়েছে, তাদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ শতাংশ। ১৯৫৪ সালে স্কুলটি প্রথম চীনা শিক্ষার্থী গ্রহণ করে। সাম্প্রতিক বছরগুলোতে স্কুলটিতে চীনা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে, বর্তমানে প্রায় ৬০ জন। ৩ বছর আগে এ স্কুলে চীনা ভাষার ক্লাস চালু হয়েছে। স্কুলের প্রথম শাখা ক্যাম্পাস কেন চীনে প্রতিষ্ঠা করা হচ্ছে? এ সম্পর্কে প্রেসিডেন্ট ম্যালোনি বলেন,

'চীনের সাথে সুদীর্ঘকালের যোগাযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে, তাই চীনে শাখা ক্যাম্পাস স্থাপন করা স্বাভাবিক ব্যাপার। চীনের সাথে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতা দু'পক্ষের জন্য কল্যাণকর। চীনে আমাদের চমত্কার সহযোগিতামূলক অংশীদার রয়েছে, তাই চীনের সাথে সহযোগিতা নিয়ে ব্যাপক আশাবাদী।'

আপিংহাম শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য গত দেড় বছরের মধ্যে পাঁচবারের মতো চীনে সফরে আসেন প্রেসিডেন্ট ম্যালোনি। অবকাঠামো নির্মাণ ও স্থানীয় সরকারের প্রচেষ্টা দেখে চীনাদের দৃষ্টি, পরিকল্পনা ও দক্ষতার ব্যাপক প্রশংসা করেন তিনি।

ব্রিটেনে নিযুক্ত চীনের শিক্ষাবিষয়ক কনসুলার ওয়াং ইয়োং লি বলেন,

'দু'পক্ষের শিক্ষকরা স্কুল স্থাপনে পরস্পরের কাছ থেকে শিক্ষার পদ্ধতি ও অভিজ্ঞতা শিখবেন বলে আশা করি, চীনা দূতাবাস দু'দেশের শিক্ষা সহযোগিতায় সহায়তা দেবে।'


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040