কাজাখস্তানের শিক্ষার্থীদের চীনে লেখাপড়ার গল্প এবং রাশিয়া ও তুরস্কে চীনা ভাষার ব্যাপক প্রচলন
  2019-02-25 18:03:47  cri

রাশিয়ার নোভোসিবিরস্কের জনগণের চীনা ভাষা শেখা

সাধারণত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার নোভোসিবিরস্কের তাপমাত্রা থাকে মাইনাস ৪০ ডিগ্রির কাছাকাছি। এ সময় রাস্তায় বের হলে চোখ, মুখ ও চুলে বরফ জমতে থাকে। এ বছর এমন পরিস্থিতিতে নোভোসিবিরস্কে রাষ্ট্রীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে অনেক ছাত্রছাত্রীকে চীনা ভাষার ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে দেখা যায়। তাদের মধ্যে যুবক, চাকরিজীবী ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী রয়েছেন। চীনের বসন্ত উত্সব নিয়ে চীনা শিক্ষকের ক্লাস চলছে। কনফুসিয়াস ইনস্টিটিউটে ৩ বছর ধরে চীনা ভাষা শিখছেন ওকসাংনা, তিনি বলেন,

'এখানকার শিক্ষক খুবই চমত্কার, অত্যন্ত ধৈর্য নিয়ে ভালোভাবে আমাদের শেখান। চীনা ভাষা অনেক জটিল ও কঠিন ভাষার অন্যতম, বিশেষ করে বিভিন্ন টনের উচ্চারণ। তবে শিক্ষকরা বারবার আমাদের উচ্চারণ সংশোধন করেন। তাঁদের সাহায্যে আমি চীনা ভাষা শিখতে থাকি।'

২০১৮ সালে এ কনফুসিয়াস ইনস্টিটিউটের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১২৫০ জন। এতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী থেকে ৭৭ বছর বয়সী প্রবীণ শিক্ষকসহ বিভিন্ন বয়স ও পেশার লোক অন্তর্ভুক্ত রয়েছেন। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত এখানে চীনা ভাষা শেখার লোকসংখ্যা ছয় সহস্রাধিক। চীনা ভাষা শেখার কারণে অনেক রুশ নাগরিকের জীবনে পরিবর্তন ঘটেছে। রুসলান তাদের মধ্যে একজন। মায়ের প্রস্তাবে ছোটবেলা থেকে চীনা ভাষা শিখতে শুরু করেন রুসলান। নোভোসিবিরস্কে আসার পর তিনি সিনিয়র চীনা ভাষা ক্লাসের শিক্ষক স্যু কুই লানের সাহায্যে অনেক চীনা ভাষা শেখেন। এ সম্পর্কে শিক্ষক স্যু বলেন,

'রুসলান লেখাপড়ায় খুবই ভালো। সে ক্লাসে খুব মনোযোগী। একবার শীতকালীন ছুটিতে আমি চীনে ফিরে যাই, তখন সে আমাকে তার লেখা প্রবন্ধ পাঠায়। ছুটির দিনেও সে লেখাপড়া করে। তবে দু'বছর চীনা ভাষার প্রতিযোগিতায় সে ব্যর্থ হয়, কারণ তার চীনা ভাষা লেখা নিয়ে কোনো সমস্যা নেই, তবে উচ্চারণ তার জন্য একটু কঠিন।'

ছোটবেলায় চীনা ভাষার উচ্চারণ শেখার সময় তা ভালভাবে শিখতে পারেনি রুসলান। তাই বিভিন্ন চীনা ভাষার প্রতিযোগিতায় সে বার বার ব্যর্থ হয়। কনফুসিয়াস ইনস্টিটিউটের আরেকজন চীনা ভাষার শিক্ষক লিন শান শান তার এ অবস্থা দেখে উচ্চারণ ঠিক করার জন্য অনেক সহায়তা করেন। এ সম্পর্কে শিক্ষক লিন বলেন,

'শুরুতেই তার অতীতে শেখা সব পদ্ধতি বাতিল করে দিয়ে নতুন করে শিখতে বলি। এতে রুসলানের মন অনেক খারাপ হয়। সে প্রায় ১০ বছরের মতো চীনা ভাষা শিখেছে, তাই সে এটা মেনে নিতে পারে না। পরে আমরা একটি বই নিয়ে প্রতিটি অক্ষরের উচ্চারণের টন চর্চা করি। প্রতিদিন এমন সংশোধনের কাজ করি। উচ্চারণ ঠিক করার জন্য আমরা দু'জন অনেক প্রচেষ্টা চালাই।'

রুসলান ও তার শিক্ষক লিন দুই সেমিস্টার চেষ্টা করে উচ্চারণ সংশোধন করেন। পরে তার চীনা ভাষার ব্যাপক উন্নতি হয়। ২০১৮ সালে রুসলান চীনা ব্রিজ প্রতিযোগিতায় অংশ নেয় ও বিশ্বের অনার্স পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। এর সাথে সে চীনে লেখাপড়ার সুযোগও পায়।

নোভোসিবিরস্কের কনফুসিয়াস ইনস্টিটিউটের মহাপরিচালক ম্যাডাম ওয়াং ছান চুয়ান বলেন, রুসলানের মতো সিনিয়র ক্লাসের শিক্ষার্থীরা এইচএসকে (চীনা ভাষার মান পরীক্ষা) পরীক্ষার ওপর অনেক গুরুত্ব দেন, কারণ এ পরীক্ষায় পাস করার মাধ্যমে চীনে লেখাপড়ার সুযোগ পেতে চান। বর্তমানে আরো বেশি রুশ ছাত্রছাত্রী ও সামাজিক ব্যক্তি চীনা ভাষা শেখার মাধ্যমে নতুন সংস্কৃতি অনুভব করতে এবং নতুন সুযোগ খুঁজতে চান। এ সম্পর্কে সিনিয়র ক্লাসের শিক্ষার্থী ওকসাংনা বলেন,

'মানুষের জীবনে আকস্মিক পরিবর্তন ঘটে। আজ জীবন এরকম, আগামীকাল হয়তো নতুন সুযোগ আসবে। তাই চীনা ভাষা শেখাকে নতুন দক্ষতা অর্জন হিসেবে আখ্যায়িত করি। সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করে রাখা ভালো। এখন ভালভাবে চীনা ভাষা শেখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।'


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040