শিক্ষার উন্নয়নের মাধ্যমে চীনের দারিদ্র্যমুক্তকরণের সাফল্য, চীন-যুক্তরাষ্ট্র শিক্ষাবিনিময় জোরদারের উদ্যোগ এবং সিনচিয়াংয়ের মালামাল পরিবহন কোম্পানির কর্মীর গল্প
  2019-01-28 16:01:03  cri


আজকের অনুষ্ঠানে চীনে শিক্ষার উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্তকরণের সাফল্য, চীন-যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞদের শিক্ষাবিনিময় জোরদারের উদ্যোগ এবং সিনচিয়াংয়ের মালামাল পরিবহন কোম্পানির কর্মীর গল্প নিয়ে কিছু তথ্য তুলে ধরবো।

উচ্চশিক্ষা চীনের দারিদ্র্যমুক্তকরণে ব্যাপকভাবে কার্যকর

সাম্প্রতিক বছরগুলোতে চীনের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা-ব্যবস্থা পূরণ ও দরিদ্র এলাকায় নির্দিষ্ট শিক্ষা সহায়তার মাধ্যমে বৈশিষ্ট্যময় দারিদ্রমুক্তকরণের পদ্ধতি অনুসন্ধান করে। এতে বিভিন্ন দরিদ্র এলাকায় শিক্ষাগ্রহণে ব্যাপক সফলতা অর্জিত হয়। এতে এ পর্যন্ত প্রি-স্কুলে ভর্তির হার দাঁড়ায় ৭৯.৬ শতাংশে। সেই সঙ্গে চীনের ৮৩২টি দরিদ্র জেলায় শিক্ষাদান-ব্যবস্থা মোটামুটি উন্নত হয়েছে, যার ফলে গ্রামের ৩.৭ কোটি শিক্ষার্থী উপকৃত হয়েছে। এ সম্পর্কে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের প্রধান লিউ ছাং ইয়া বলেন,

'শিক্ষার উন্নয়নে বরাদ্দ ও সহায়তা দেওয়ার মাধ্যমে স্থানীয় অঞ্চলের সংস্কৃতি পুনর্গঠন করা যায়। এতে লেখাপড়ার মাধ্যমে দারিদ্র্যমুক্তকরণের দক্ষতা ও জ্ঞান অর্জিত হয়। এভাবে স্থানীয় মানবসম্পদ উন্নত করা যায়, দরিদ্র এলাকার অর্থনীতি, সংস্কৃতি ও দরিদ্র লোকসংখ্যার পরিবর্তন হয় এবং অবশেষে দারিদ্র্যমুক্তকরণ বাস্তবায়িত হয়।'

চীনের হোপেই প্রদেশের ওয়ে জেলা ২০১২ সালে দরিদ্র জেলা হিসেবে চিহ্নিত হয়। প্রায় ৬ বছরের দারিদ্রমুক্তকরণের চেষ্টার মাধ্যমে এ জেলার ১ লাখ ৬৭ হাজার লোক দারিদ্র্যমুক্ত হয় এবং দরিদ্র লোকসংখ্যার পরিমাণ ৩৪.১ শতাংশ থেকে ০.৮১ শতাংশে নেমে আসে।

স্থানীয় অঞ্চলের দারিদ্র্যমুক্তকরণ সংগ্রামে শিক্ষার উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ওয়ে জেলার সিপিসি'র কমিটির উপ-সম্পাদক ওয়াং চিয়ান হুয়া বলেন,

'প্রথমত, পেশাগত প্রশিক্ষণের মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালু করা, যাতে শিক্ষার্থীদের জন্য পেশাগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতার বিষয়ে পরামর্শ প্রদান করা যায়। এছাড়া, যারা লেখাপড়া ছেড়ে দিয়েছেন তাদের প্রশিক্ষণ গ্রহণে আকর্ষণ করা। দ্বিতীয়ত, পেশাগত দক্ষতার প্রশিক্ষণ জোরদার করা। তৃতীয়ত, উচ্চবিদ্যালয়ের প্রাধান্য প্রয়োগ করে জেলার প্রযুক্তি উন্নয়নে সুযোগ সুবিধা দেওয়া।'

সাম্প্রতিক বছরগুলোতে চীনের দরিদ্র এলাকা ও দরিদ্র লোকসংখ্যার ওপর ব্যাপক মনোযোগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। দরিদ্রদের জন্য সহায়তা-ব্যবস্থা গড়ে তোলা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া আর নির্দিষ্টভাবে দরিদ্র লোকদের সাহায্য দেওয়ার মাধ্যমে শিক্ষার উন্নয়নে দারিদ্রমুক্তকরণ বাস্তবায়নে প্রচেষ্টা করা হয়। চীনের মেডিসিন বিশ্ববিদ্যালয় শাআনসি প্রদেশের জেনপিং জেলায় 'এক খণ্ড চীনা ভেষজ উদ্ভিদ' (ঔষধ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদগুলোকে ভেষজ উদ্ভিদ বলা হয়) প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে স্থানীয় অঞ্চলের দরিদ্র লোকদের সাহায্য দেয়া হয়। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির সম্পাদক চিন নেং পিং বলেন,

'আমরা ১ বিলিয়ন ইউয়ানের 'এক খণ্ড চীনা ভেষজ উদ্ভিদ' প্রকল্প জেনপিং জেলায় স্থাপন করেছি। এ প্রকল্পের মাধ্যমে জেনপিং জেলার নাগরিক ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের দারিদ্র্যমুক্তকরণ বাস্তবায়িত হবে। চীনা ভেষজ উদ্ভিদ নিয়মিতভাবে চীনা রোগীদের প্রয়োগ করা হয়, এক খণ্ড ভেষজ উদ্ভিদ সাধারণ ভেষজ উদ্ভিদের চেয়ে আরো সহজভাবে খাওয়া যায় আর দামও ঐতিহ্যবাহী ভেষজ উদ্ভিদের চেয়ে বেশি, তাই স্থানীয় গ্রামবাসীরা এই ঔষধ উত্পাদন করে ব্যাপক অর্থ অর্জন করতে সক্ষম। গত ৬ বছরের অনুশীলনে সরকার, বিদ্যালয় ও স্থানীয় গ্রামবাসীদের যৌথ উদ্যোগে জেনপিং জেলার দারিদ্র্যমুক্তকরণ অভিযানে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে।'

শিক্ষা গ্রহণের মাধ্যমে দরিদ্র এলাকার দরিদ্র মানুষের আর্থিক উন্নতি সম্পর্কে বেইজিং নর্মাল বিশ্ববিদ্যালয়ের দারিদ্র্যমুক্তকরণ গবেষণাগারের প্রধান অধ্যাপক চাং ছি মনে করেন, শিক্ষার উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্তকরণ বাস্তবায়ন অন্যান্য পদ্ধতির চেয়ে আরো ভালো। এই পদ্ধতিতে স্থানীয় অঞ্চলের লোকজন নিজের উদ্যোগে জন্মস্থানের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে, তাই এ পদ্ধতি ব্যাপকভাবে তাত্পর্যপূর্ণ। অধ্যাপক চাং ছি বলেন,

'শিক্ষার মাধ্যমে দারিদ্র্যমুক্তকরণ বাস্তবায়ন অতি গুরুত্বপূর্ণ, কারণ দারিদ্র্যমুক্তকরণের মূল উদ্দেশ্য শুধু দরিদ্র মানুষের আয় বাড়িয়ে দেওয়া তা নয়, রবং নিজের দক্ষতা উন্নত করা। নিজের বিভিন্ন দক্ষতা উন্নত হলে বহুমুখী বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম। এভাবে দারিদ্র্যমুক্তকরণে টেকসই উন্নয়নের সম্ভাবনা দেখা দেয় এবং পুনরায় দারিদ্র্যসীমার নিচে ফিরে যাওয়ার ঝুঁকিও ব্যাপকভাবে কমে যায়।'


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040