চীনের মুসলিমদের রমজানের রোজা পালন
  2017-06-23 10:06:12  cri

১৯:৩০ সিনচিয়াং ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চল

মসজিদের চত্বরে মুসলিমরা ইফতার করার জন্য অপেক্ষা করছেন। ইফতারিতে রয়েছে তরমুজ ও নান, পাশে তৈরি হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি। এসব খাবার ধনাঢ্য মুসলিমরা বিনামূল্যে রোজাদারদের জন্য বিতরণ করেন।

২১:০০ কুয়াং চৌ শহর

ইফতারের পর মসজিদের স্বেচ্ছাসেবকরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। প্রতি বছর রমজান মাসে সব কিছু সুষ্ঠুভাবে করতে স্থানীয় মুসলিমরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কাজ করে।

২৩:৩০ সিনচিয়াং ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চল

মসজিদের ইমাম নামাজ শেষ করলেন। এক দিন রোজা ও নামাজ শেষে অন্যান্য মুসলিমসহ তিনিও বাড়ি ফিরে যান।

 


1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040