চীনের মুসলিমদের রমজানের রোজা পালন
  2017-06-23 10:06:12  cri

রমজান মাস বিশ্বের মুসলিমদের জন্য পবিত্র একটি মাস। পৃথিবীর অসংখ্য মুসলিম এ সময় রোজা রাখেন, বেশি বেশি নামাজ পরেন, সংযম অবলম্বন করেন এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন ও জীবন ও মনকে পবিত্র করেন।

এ মাসটি চীনের মুসলিমদের জন্যও একই রকম। রমজান মাস তারা কিভাবে পালন করে? আপনারা নিশ্চয়ই জানেন, চীনেও বিশাল এক মুসলিম জনগোষ্ঠী রয়েছে। চলুন এ রমজানে তাদের সঙ্গে একটি দিন কাটিয়ে আসি!

 

০৫:২০ সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমচি শহর

সুবহে সাদিক থেকে একজন মুসলমানের রোজা শুরু হয়। তাই ভোরের আলো ফুটে ওঠার আগেই গুলি মামি ঘুম থেকে ওঠেন এবং পরিবারের জন্য সাহরি তৈরি শুরু করেন।

সাহরিতে সাধারণত খুব হালকা, সহজে হজমযোগ্য খাবার খাওয়া হয় এবং চর্বিযুক্ত মাংস এড়িয়ে যাওয়া হয়। ফল, রুটিসহ স্থানীয় বৈশিষ্ট্যময় কিছু খাবার দিয়ে তিনি পরিবারের সদস্যদের জন্য সাহরি তৈরি করেন।

সাহরি শেষ করে ফজরের নামায পড়ে মালির পরিবার। এভাবে তাদের রমজানের একটি দিন শুরু হয়ে যায়।

০৬:৪০ নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল

নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলেও চীনের অনেক মুসলিম নাগরিক রয়েছেন। এ অঞ্চল ইসলামের বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি ও গবেষণার উন্নত অঞ্চল হিসেবে চিহ্নিত।

সাদা টুপি ও পোশাক পরে জনাব ওয়াইদ রমজানের সাহরি খান। এরপর ফজরের নামায পড়েন ও মনোযোগ কোরআন তিলাওয়াত শুরু করেন। এটি তার দিনের প্রথম কাজ।


1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040