ইয়ান সু একজন কৌতুকপ্রিয় মানুষ। তিনি হাসি মুখ দিয়ে যুবকদের উদ্বিগ্নতা দূর করতেন। তিনি একজন আদর্শ পিতা। নিজের মনোভাব তুলে ধরে তিনি ছেলে-মেয়েদের সফলতার পথ দেখিয়েছেন।
ইয়ান সু রাজধানী বেইজিং সম্পর্কে কিছু জনপ্রিয় গানও লিখেছেন। তিনি পিকিং অপেরার ছন্দে 'ছিয়ান মেনের বড় পেয়ালার চা', 'বেইজিং আমার জন্মস্থান'সহ নানা গান রচনা করেছেন। এ গানগুলো বিশেষ করে বেইজিংবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয়। কণ্ঠশিল্পী লি গু ঈ এ দুটি গান গেয়েছেন। তার গান শুনে বেইজিংয়ের সুন্দর সব ঐতিহাসিক দৃশ্য ও বেইজিংবাসীদের রীতিনীতির কথা চোখের সামনে ভেসে ওঠে। শুনুন 'ছিয়ান মেনের বড় পেয়ালার চা' নামের গানটি।
ইয়ান সু বলেন, 'আমার জীবনে কোনো বিশেষ সুবিধাজনক পথ নেই। আমি কেবল পরিশ্রম করতে জানি।
বন্ধুরা, এ পরিশ্রমের কারণেই তার নাম সারা চীনে ছড়িয়ে পড়েছে। তার কর্ম সম্পর্কে সবাই জানেন। তাকে জাতীয় পর্যায়ের শিল্পী বলা হয়। কিন্তু তিনি কখনো তা স্বীকার করেন না। তিনি প্রায় বলেন, 'নিজেকে কোনো বিশেষ ব্যক্তিত্ব মনে করা যাবে না। সত্যি, তা ঠিক নয়।'
তার জীবনে রোববার নেই। তিনি দীর্ঘকাল ধরে টেবিলের সামনে বসে কাজ করেছেন। তার স্ত্রী লি ওয়েন হুই বলেন, 'তার জীবনে বই পড়া, অপেরা দেখা, সংগীতানুষ্ঠান শোনার পর আর কোন শখ নেই। তিনি কেবল পরিশ্রম করেছেন। রাত একটা, দুটা, তিনটা পর্যন্ত জেগে থেকেছেন কিছু লেখার জন্য।'
ইয়ান সু বলেন, আমি চিরকালই সাংস্কৃতিক মহলের একজন নতুন সৈনিক। আমি সবসময় নতুন রানওয়ে খুঁজতে থাকি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের বিখ্যাত লেখক ইয়ান সু'র সংক্ষিপ্ত পরিচয় এবং তার রচিত কয়েকটি গান শুনলেন।
আজকের 'সুর ও বানী' আসর এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/মান্না)