সুর ও বানী: পানি প্রান্তর
  2016-02-09 16:25:14  cri

'পানি প্রান্তর' উপন্যাস জাপানী, জার্মান, ফরাসী, ইংরেজি ও ইতালিয়সহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। বিভিন্ন ভাষার অনুবাদ বইয়ের নামও বিভিন্ন রকম। যেমন জার্মান ভাষায় উপন্যাসটির নাম দেওয়া হয়েছে 'দস্যু ও সৈনিক'। ফরাসী ভাষার নাম দেওয়া হয়েছে 'চীনের যোদ্ধারা'। ইংরেজি নাম দেওয়া হয়েছে 'পানি প্রান্তর'। তবে এ সব অনুবাদ কাজের মধ্যে মার্কিন লেখিকা পার্ল বাকের অনুবাদ সবচেয়ে প্রশংসা পেয়েছে। তিনি বইয়ের নাম দিয়েছেন 'সব পুরুষ ভাই ভাই'।

বন্ধুরা, তাহলে শুনুন 'নতুন পানি প্রান্তর' সিরিজের একটি গান। গানের নাম 'অসংখ্য ভাই'। গেয়েছেন চিং কাং শান।

'পানি প্রান্তর' উপন্যাসে কয়েক শ চরিত্র রয়েছে। ফলে এ উপন্যাসকে বিশ্ব সাহিত্যে ইতিহাসে চরিত্রের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় উপন্যাস বলা হয়। এ উপন্যাসে সাফল্যের সঙ্গে লু চিং শেন, লি খুই, উ সোং, লিন ছোং, ইউয়েন সিয়াও ছিসহ অনেক বীরের চরিত্র সৃষ্টি করা হয়েছে। তাদের কথাবার্তা প্রাণবন্ত, তাদের চরিত্র সুস্পষ্ট ও বলিষ্ঠি। আর গল্পটিও বেশ জটিল। বিদেশী লেখকরা এ উপন্যাসের কোনো কোনো চরিত্র নিয়ে আলাদা ছোট গল্পও অনুবাদ করেছেন। যেমন, ইতালিয় এক লেখক লু চিং শেনের গল্প নিয়ে লিখেছেন 'বুদ্ধের দাঁত' । জার্মান লেখক ইয়াং সিয়াং ও পান ছিও ইউয়েনের গল্পের অনুবাদ করেছেন 'পবিত্র মন্দির' নামে। বৃটেনের একজন লেখক লিন ছোংয়ের গল্পের অনুবাদ করেছেন 'এক বীরের গল্প' নামে।

সোং চিয়াং

প্রিয় শ্রোতা, এখন আপনারা শুনছেন কোকো লির গাওয়া 'পৃথিবী' নামের গানটি। তিনি গেয়েছেন, 'এ বিশ্ব ঠিক আমাদের পানি প্রান্তরের মতো। ভাইয়ের বন্ধুত্বের বন্ধনের সহযোগীতার হাত ধরে নদী পার হওয়া যায়। ভাইদের বন্ধুত্ব বিশাল পাহাড়ের চেয়েও উচু। মানুষের জীবন স্বপ্নের মতো। কিন্তু আসলে তা স্বপ্ন নয়। আশা করি, পরবর্তী জীবনেও তোমাদের সঙ্গে থাকবো।'

পানি প্রান্তর উপন্যাসে কৃষক বিদ্রোহে জড়িত বীরদের প্রশংসা করার পাশাপাশি, তত্কালীন সরকারের কাও ছিউসহ  নানা দুর্নীতিবাজ কর্মকর্তাদের কৃতকর্মের বর্ণনাও করা হয়েছে। তারা জনগণকে নিপীড়ন করার ফলে জনসাধারণের মনে ঘৃণার অগ্নি জেগে উঠে। ধাপে ধাপে বিদ্রোহ আন্দোলনে রূপ নেয়। কিন্তু তাদের নেতা সোং চিয়াংয়ের মনে রাজতন্ত্রের গভীর চিন্তা-ভাবনা রয়েছে। ফলে তারা কেবল দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরোধিতা করেন। সরকারের বিরোধিতা করেন না। তারা বিদ্রোহের মাধ্যমে তত্কালীন সামন্তরাজ্যকে উল্টেপাল্টে দেন। কিন্তু নতুন সামাজিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেই তাদের। এটি ছিল তাদের ঐতিহাসিক সীমাবদ্ধতা। 'পানি প্রান্তর' হচ্ছে চীনের সাহিত্য ইতিহাসে প্রথম সার্বিক ও বাস্তবভাবে কৃষক বিদ্রোহ বর্ণনা করা সাহিত্যকর্ম।

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040