সুর ও বানী: পানি প্রান্তর
  2016-02-09 16:25:14  cri


বন্ধুরা, 'সুর ও বানী' আসরে আমি চীনের প্রাচীন সাহিত্যের তিনটি সবচেয়ে বিখ্যাত উপন্যাস ত্রি-রাজ্যের কাহিনী, পশ্চিমাঞ্চলে ভ্রমণ এবং লাল ভবনের স্বপ্ন'র সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজ চতুর্থ উপন্যাস 'সুই হু কাহিনী' অর্থাত্ 'পানি প্রান্তর' এর সংক্ষিপ্ত পরিচয় দেবো আপনাদের। এ উপন্যাস অবলম্বণে নির্মিত টেলিভিশন নাটকের গানগুলো শোনাবো।

'পানি প্রান্তর' উপন্যাসটি উত্তর সোং রাজবংশের শেষ দিকে সোং চিয়াংয়ের নেতৃত্বে ১০৮জন বীরের লিয়াং শান পাহাড়ে বিদ্রোহের গল্পকে কেন্দ্র করে রচিত হয়েছে। চীনের সাহিত্য ইতিহাসে এ উপন্যাসটি ছিল প্রথম প্রচলিত ভাষায় লেখা কাব্যের মতো উপন্যাস। চীন তথা পূর্ব এশিয়ার সাহিত্যে এ উপন্যাসের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।

এ উপন্যাসে কৃষক বিদ্রোহ, বিকাশ ও ব্যর্থ হওয়া পর্যন্ত সমগ্র প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। বিদ্রোহের ঘটনার সামাজিক উত্স গভীরভাবে উদঘাটন করা হয়েছে। বিদ্রোহে জড়িত বীরদের সামাজিক আদর্শের প্রশংসা করা হয়েছে। বিদ্রোহ ব্যর্থ হওয়ার অভ্যন্তরীণ ঐতিহাসিক কারণ বিশ্লেষণ করা হয়েছে।

১৯৯৮ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র এ উপন্যাস অবলম্বণে 'পানি প্রান্তর' নামেই ৪৩ পর্বের একটি টিভি সিরিজ তৈরি করেছে। এ সিরিজের পরিচালক চাং শাও লিন।

এখন আপনারা 'পানি প্রান্তর' টিভি সিরিজের প্রধান গানটি শুনছেন। গানের নাম 'বীরদের গান'। গেয়েছেন লিউ হুয়ান। এ গানের সুর বার বার টিভি সিরিজে প্রচারিত হয়।

'পানি প্রান্তর' এর লেখক শি ন্যাই আন। তিনি ছিলেন ইউয়াং রাজবংশের শেষ দিকে ও মিং রাজবংশের প্রথম দিকের একজন উপন্যাসিক। একটি কথা প্রচলিত আছে, শি ন্যাই আন 'পানি প্রান্তর' উপন্যাসের প্রথম ৭০ অধ্যায়  লিখেছেন। পরে লো কুয়ান চোং এ উপন্যাসের শেষ ৩০ অধ্যায় লেখেন।

সে যাই হোক, এ গল্প এখনো চীনে ব্যাপক জনপ্রিয়। এ উপন্যাস অবলম্বণে চীনের মূলভূখণ্ড, হংকং, তাইওয়ান ও জাপানে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও কার্টুন ছবি তৈরি করা হয়েছে।

২০১১ সালে পরিচালক জুই চিউ লিয়াং  ৮৬ পর্বের আরেকটি টিভি সিরিজ তৈরি করেন। তার এ টিভি সিরিজকে 'নতুন পানি প্রান্তর' নামকরণ করা হয়।

বন্ধুরা, এবার শুনুন 'নতুন পানি প্রান্তর' এর প্রধান গানটি। গেয়েছেন মাও আমিন। গানে বিদ্রোহে জড়িত ভাইদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040