লিন দাই ইয়ু
'লাল ভবনের স্বপ্ন' টিভি নাটকের গানগুলো সবই চীনের বিখ্যাত সুরকার ও লেখক ওয়াং লি পিং তৈরি করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি চার বছর ধরে এ নাটকের জন্য গান রচনা করেন। এর মধ্যে 'দাই ইয়ু ফুল সমাধিস্থ করা' নামের গানটি লিখতে তার এক বছর নয় মাস সময় লেগেছে।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'এই গান লিখতে গিয়ে আমি অনেক বেশি আবেগ দিয়েছি। সবসময় বড় ধরনের মানসিক চাপ ও কষ্টের মুখোমুখি হতে হয়েছে আমাকে।'
শ্রোতাবন্ধুরা, এবার শুনুন 'দাই ইয়ু ফুল সমাধিস্থ করা' নামের গানটি।
এ গান গেয়েছেন চীনের এক সময়ের জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী 'চেন লি'। চেন লি কোনো পেশাগত শিল্পী নন। পেশায় তিনি একজন শ্রমিক। তবে তার কণ্ঠ খুবই চমত্কার। সুরকার ওয়াং লি পিং মনে করেন, চেন লি'র কণ্ঠ তার তৈরি করা সুরের সঙ্গে খাপ খায়। সে জন্য গানটি গাইতে তাকে আমন্ত্রণ জানান তিনি। সে সময় চেন লির স্বামী এক আকস্মিক দুর্ঘটনায় মারা গেছেন। নিজের জীবনের সেই বেদনাদায়ক অভিজ্ঞতা অনুভব করে তিনি বেশ আবেগ দিয়ে গেয়েছেন গানটি। তার গান সত্যি খুবই হৃদয়গ্রাহী। তবে এ টিভি নাটকের পর তিনি গান গাওয়া বন্ধ করে দেন। এ গানগুলো তার মাস্টারপিস।
প্রিয় শ্রোতা, এবার শুনুন চেন লি'র গাওয়া 'ছিং ওয়েনের গান'।
থান ছুন
'লাল ভবনের স্বপ্ন' উপন্যাসে থান ছুন নামে একটি মেয়ে চরিত্র আছে। তিনি চিয়া পরিবারের তৃতীয় কন্যা। তার মা ছিলেন সে পরিবারের উপপত্নী। ফলে তার জীবন ছিলো খুবই কষ্টের। তিনি খুব স্মার্ট ও দক্ষ। পরিবারের সংকট উপলব্ধি করে সংস্কার করতে চেয়েছেন তিনি। যদিও কিছু সুফল পেয়েছেন, তবে গোটা পরিস্থিতি বদলাতে পারেননি। অবশেষে একদিন তিনি অনেক দূরের রাজ্যে বিয়ে করতে যান। বাসা ছেড়ে বিয়ে করতে যাওয়ার সময় একটি গান রয়েছে এ নাটকে। এ গানে বাবা-মার কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূরে চলে যাওয়ার বেদনা প্রকাশিত হয়েছে। শুনুন এ গানটি।