সুর ও বানী: লাল ভবনের স্বপ্ন
  2016-02-03 18:59:14  cri


চীনের প্রাচীনকালের চারটি বিখ্যাত উপন্যাসের মধ্যে 'লাল ভবনের স্বপ্ন' সর্বপ্রথম মর্যাদা পায়। এ উপন্যাসটি লিখেছেন ছিং রাজবংশের লেখক ছাও শুয়ে ছিন। আজকের 'সুর ও বানী' আসরে এ উপন্যাস নিয়ে কথা বলবো। শোনাবো এ উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ও অপেরার বেশ কয়েকটি গান।

'লাল ভবনের স্বপ্ন' উপন্যাসটিতে মোট ১২০টি পরিচ্ছেদ আছে। এ উপন্যাস চীনের সামন্ততান্ত্রিক সমাজের বিশ্বকোষ এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিক গুণাবলির প্রতীক। সর্বজনস্বীকৃত যে, 'লাল ভবনের স্বপ্ন' হলো চীনের প্রাচীন উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ।

চিয়া পাও ইয়ু ও লিন দাই ইয়ু

এ উপন্যাসে চিয়া, শি, ওয়াং এবং শুয়ে চারটি বড় পরিবারের উত্থান-পতনের পটভূমিতে প্রধান চরিত্র চিয়া পাও ইয়ু,  লিন দাই ইয়ু ও শুয়ে পাও ছাইয়ের  প্রেম ও বিয়ের গল্প উপস্থাপন করা হয়েছে। পরিবারগুলোতে বিয়োগান্ত নাটকের মাধ্যমে সামন্ততান্ত্রিক সমাজের সংকট প্রতিফলিত হয়েছে।

সেই ১৯২৪ সাল থেকে 'লাল ভবনের স্বপ্ন' উপন্যাস অবলম্বনে ২৫টির বেশি সিনেমা ও নাটক তৈরি করা হয়। প্রতিটি নাটক ও সিনেমায় তত্কালীন শিল্পীদের বৈশিষ্ট্যপূর্ণ নৈপুন্য প্রকাশিত হয়েছে। প্রতিবার নতুন নাটক তৈরি করা মানে আগের কাজের প্রতি যেন নতুন চ্যালেঞ্জ।

১৯৮৭ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র ৩৬ পর্বের টিভি নাটক 'লাল ভবনের স্বপ্ন' তৈরি করে। এ নাটকের পরিচালক ছিলেন ওয়াং ফু লিন। নাটকটি প্রচারের পর ব্যাপক প্রশংসা পায়। এ পর্যন্ত হাজার বার পুনপ্রচারিত হয়েছে। এ নাটকটিকে বলা হয় চীনের টেলিভিশনের ইতিহাসে সেরা অধ্যায় যা অতিক্রম করা যায় না।

'লাল ভবনের স্বপ্ন' উপন্যাসে তিনটি প্রধান চরিত্র রয়েছে। তারা হলেন চিয়া পাও ইয়ু, লিন দাই ইয়ু  ও শুয়ে পাও ছাই।

চিয়া পাও ইয়ু চিয়া পরিবারের ছেলে। তার বাবা মা তাকে 'মুক্তা' হিসেবে মনে করেন। তার প্রতি তাদের ব্যাপক প্রত্যাশা। কিন্তু তিনি স্বাভাবিক পথে না গিয়ে বিদ্রোহী হয়ে ওঠেন। তিনি অন্য ছাত্রদের মতো বই পড়তে পছন্দ করেন না। তার প্রেমের বই পড়তে ভালো লাগতো। তিনি বাসায় সবসময় মেয়েদের সঙ্গে খেলতেন। তাদের সৌন্দর্য ও পবিত্রতা ভালোবাসতেন। তাদের বেদনাদায়ক ভাগ্যের জন্য দুঃখবোধ করতেন। তার ফুফাতো বোন লিন দাই ইয়ু বাবা-মা মারা যাওয়ার পর চিয়া পাও ইয়ুর বাড়িতে এসে থাকেন। তিনি ভাবপ্রবণ ও নির্লিপ্ত। তিনি পাও ইয়ুর প্রেমে পড়েন। তারা স্বাধীন প্রেম অন্বেষণ করলেও তাদের প্রেম পরিবারের অনুমোদন পায় নি। অবশেষে পাও ইয়ুর অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়। বিয়ের রাতে লিন দাই ইয়ু রোগে আক্রান্ত হয়ে মারা যান।

বন্ধুরা, এবার শুনুন তাদের বেদনাদায়ক প্রেম নিয়ে রচিত একটি গান। গানের সুর অত্যন্ত বেদনাদায়ক।

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040