guangying
|
প্রেসিডেন্ট সি'র এ সফর আন্তর্জাতিক সমাজের সজাগ দৃষ্টি আকর্ষণ করে। ইরানের বিভিন্ন মহলের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তারা চীন-ইরান সম্পর্কের নতুন উন্নয়ন নিয়ে ভীষণ আশাবাদী। ইরানের মার্শাল আর্ট প্রশিক্ষক ও অভিনেতা মাসুদ জাফারি হচ্ছেন তাদের মধ্যে একজন।
চীন ও ইরানের প্রথমবারের মতো যৌথ উদ্যোগে নির্মিত 'শাও লিন স্বপ্ন' চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করবেন মাসুদ জাফারি। প্রেসিডেন্ট সি'র এবারের সফর দু'দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতাকে জোরদার করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, 'আমার পেশা হলো চলচ্চিত্র ও ক্রিড়া। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের সফর চীন ও ইরানের প্রথমবারের মতো যৌথ উদ্যোগে নির্মিত 'শাও লিন স্বপ্ন' চলচ্চিত্রের প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। আমি বিশ্বাস করি এটি হবে চলচ্চিত্রের ক্ষেত্রে ইরান ও চীনের সহযোগিতার নতুন উত্স'।
চীন ও ইরান উভয়ই চলচ্চিত্রশিল্পের বড় দেশ। ইরানের চলচ্চিত্র সংস্থার চেয়ারম্যান হজাত তোল্লাহ আইয়ুবি ১৮ জানুয়ারি চীনের গণমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, কঠিন পরিস্থিতিতে চীন ইরানকে সাহায্যের হাত বাড়িয়েছে। চীন আমাদের সেরা বন্ধু। বর্তমানে চীন ইরানের কূটনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকারমূলক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট সি'র এবারের সফর অবশ্যই পেইচিং-তেহরান সম্পর্কোন্নয়নের নতুন মাইলফলকে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন।
আইয়ুবি আরো বলেন, গত বছর ইরান ও চীনের সংশ্লিষ্ট চলচ্চিত্র বিভাগ যৌথ সহযোগিতায় 'শাও লিন স্বপ্ন' চলচ্চিত্র নির্মাণের চুক্তি স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার বাস্তব অগ্রগতি অর্জিত হয়।
আসলে ব্রুস লি এবং জ্যাকি ছেনসহ অনেক কুংফু তারকার প্রভাবে ছোটবেলায় মাসুদ জাফারি মার্শাল আর্টের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।তিনি শাও লিন মন্দিরে যাওয়ার জন্য চেষ্টা শুরু করে দেন।
জাফারি ৯ বছর বয়সে মার্শাল আর্ট শিখতে শুরু করেন এবং ১৩ বছর বয়সে শাও লিন পিক্টোগ্রাফিক বক্সিং শিখতে শুরু করেন।