সুর ও বানী: ভাই, দৌঁড়াও
  2016-01-21 20:02:09  cri

প্রিয় শ্রোতা, কেউ হয়তো প্রশ্ন করবেন, দৌঁড়ানোর সময় গান শোনা যায়? পায়ের পদক্ষেপ সুরের সাথে সাথে পরিবর্তন হবে। তাতে সমস্যা হবে না? দেখো, কোনো পেশাগত খেলোয়াড় প্রশিক্ষণ নেওয়ার সময় সংগীত শোনেন না। হ্যা বন্ধুরা, এ কথা অবশ্যই ঠিক। তবে আমরা পেশাগত খেলোয়াড় নই। আমরা কেবল স্বাস্থ্য ঠিক রাখতে একটু ব্যায়াম করতে চাই। যে ভাবে আরাম লাগে সে ভাবেই চলতে থাকুন। অসুবিধা নেই। কারণ গান আপনার মনকে শিথিল হতে ভীষণভাবে সহায়ক।

প্রিয় বন্ধুরা, এবার আপনাদের শোনাবো খুব মজার একটি গান। গানটির আসলে তেমন কোনো অর্থ নেই। কেবল মুরগির ডাকের অনুকরণে রচিত হয়েছে। গায়িকা ওয়াং রোং নিজেই গানের সুর করেছেন এবং গেয়েছেন। গত বছর আমাদের তামিল বিভাগের একজন সহকর্মী এ গানটি তামিল ভাষায় রূপান্তর করেছেন। আমার খুব মজা লেগেছে। এবার আপনারা শুনুন চীনা ভাষায় গানটির নাম 'ছোট্ট মুরগি'।

বন্ধুরা, যদি চাকরির কারণে বা লেখাপড়ার চাপে আপনার মন খারাপ হয়, কোনো কাজ করতে ইচ্ছে করে না, গায়ে শক্তিও নেই। তাহলে গানের ছন্দে ছন্দে হাত পা নাড়াচাড়া করুন। কয়েকবার হালকা ভারোত্তোলন করুন। ভালো লাগবে। গায়ে শক্তি ফিরে আসবে।

এবার শুনুন কো কো লি'র গাওয়া 'তোমাকে মিস করার ৩৬৫ দিন'। এ গান কার্টুন ছবি 'লোটাস ল্যান্টার্ণ' এর মধ্যরঙ্গ হিসেবে অর্থাত্ মাঝামাঝি সময়ে একটি গান হিসেবে ব্যবহার করা হয়েছে। ২০১৪ সালে কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের বসন্ত উত্সবের সূচনা সংগীত ছিলো এই গানটি।

এ গানে বলা হয়েছে, '৩৬৫ দিন ধরে তোমাকে মিস করি। তুমি আমার সবচেয়ে প্রিয় গান। আমার চোখে তোমার হাসি ও কান্না, আর মনে তোমার গল্প থাকে সব সময়'।

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040