20160121yinyue.mp3
|
বন্ধুরা, চীনের চেনচিয়াং প্রদেশের টেলিভিশন কেন্দ্রে একটি জনপ্রিয় রিয়েলিটি শো প্রচারিত হয়। এই শোর নাম 'ভাই, দৌঁড়াও'। ২০১৪ সালের ১০ অক্টোবর প্রচার শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই শোর জনপ্রিয়তা শুধু বাড়ছেই।
সাতজন টেলিভিশন তারকা এ অনুষ্ঠানে নানা কাজ নিয়ে দৌঁড়াদৌঁড়ি করেন। দর্শকরা তাদের পরিবেশনা দেখে অনেক মজা পান। এমন কি আমি একবার মার্কেটে কেনাকাটার সময় সেখানকার দু'জন বিক্রয়কর্মীকে 'ভাই, দৌঁড়াও' নিয়ে গল্প করতে শুনেছি। তারা দু'জন এ অনুষ্ঠানটি নিয়ে গল্প করতে খুবই মজা পাচ্ছিলেন। তাদের হাসি মুখ দেখে আমার 'ভাই, দৌঁড়াও' অনুষ্ঠানটি দেখার আগ্রহ হয়।
বন্ধুরা, তাহলে আজ 'সুর ও বানী' আসরটি আমরা এ টিভি শো'র প্রধান গানটি দিয়েই শুরু করি। গানের নাম 'ভাই, দৌঁড়াও'। গেয়েছেন চপস্টিক ভাই।
শ্রোতাবন্ধুরা, এখন আমার আশেপাশে অনেক লোক স্বাস্থ্যসম্পন্ন শরীর গঠনের জন্য ব্যায়ামসহ নানা চেষ্টা চালায়। তাদের দেখে আমিও হাঁটাহাঁটি ও দৌঁড়াদৌঁড়ি শুরু করেছি। কিন্তু একা দৌঁড়াতে গেলে একঘেয়ে লাগে। এ সময় কিছু ছন্দময় সংগীত শুনলে ক্লান্তি লাগে না। ব্যায়ামের সময় কিছু উপযুক্ত সংগীত শুনলে শরীরের ১৫ ভাগ সহনশীলতার উন্নতি হয়। তাই আজ আপনাদের জন্য কয়েকটি ছন্দময় গান বাছাই করেছি। আশা করি, আপনারা গান শুনতে শুনতে দৌঁড়াতে শুরু করবেন।
বন্ধুরা, এবার শুনুন কোকো লি'র গাওয়া 'তোমাকে দেখলে মন ভালো হয়ে যায়' নামের একটি রোমান্টিক গান। গানে তিনি বলেছেন, 'তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। ঠিক যেন গরমকালে আইসক্রিম খাওয়ার মতো। যদিও পৃথিবী এক বিশাল বন, আমি তোমার সঙ্গে একই গাছে থাকবো।'
প্রিয় শ্রোতা, আমাদের সিআরআই অফিস ভবনে একটি ব্যায়ামগার আছে। আমি দুপুরবেলা সময় থাকলে সেখানে গিয়ে এক ঘন্টা ব্যায়াম করি। মোবাইল ফোনে আমার কিছু প্রিয় গান ডাউনলোড করা আছে। গান শুনতে শুনতে রানিং মেশিনের ওপর চল্লিশ মিনিট কখন যে চলে যায় বুঝতেই পারি না।
বন্ধুরা, এবার শুনুন শিয়াও ইয়া শুয়েনের গাওয়া 'প্রেমের থিম সং'। এ গানটি ২০০২ সালে 'হিটো পপ সংগীতে' শ্রেষ্ঠ চীনা গানের পুরস্কার পেয়েছে। আমার বিশ্বাস, এ গানটি শুনে আপনারা নাচতে চাইবেন।
এ গানে বলা হয়েছে, 'তুমি হলে আমার প্রেমের থিম সং। তুমি যা বলো, একবার হলেও আমার মনে থাকে। মনে হয়, পুরো শহরে আমাদের প্রেমের গান প্রচার হচ্ছে। আর এ গানের প্রধান চরিত্র হলে তুমি।'