তোমাকে আমি পছন্দ করি
  2016-01-13 19:10:54  cri

প্রিয় বন্ধুরা, ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার জন্য, তা কিন্তু নয়। বাবা-মার প্রতি আরো গভীর ভালোবাসা থাকে।

১৯৮৯ সালে হুয়াং চিয়া জু 'মা দিবস' উপলক্ষ্যে মাকে শুভেচ্ছা জানানোর জন্য 'সত্যি তোমাকে ভালোবাসি' নামের একটি গান লেখেন। এ গানে 'তুমি' প্রথমে বিশেষ করে মাকে বলা হতো। পরে গানের দল বিয়ন্ড আফ্রিকায় দারিদ্র্য শিশুদের সাথে সাক্ষাত্ করার সময় এ গানটি গাওয়ার পর এ গানের অর্থ আরো ব্যাপক হয়ে যায়। এ গানে মাকে প্রশংসা করা হয়েছে। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার পাশাপাশি গোটা সমাজের প্রতি আবেগ প্রকাশিত হয়েছে গানটিতে।

আমি ওয়েবসাইটে এ গানটি সার্চ করার সময় বাচ্চাদের কণ্ঠে গাওয়া একটি সংস্করণ পেয়েছি। বাচ্চাদের গানটি আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। আপনারাও শুনুন।

'সত্যি তোমাকে ভালোবাসি' নামে এ গানটি ১৯৮৯ সালে বার্ষিক সেরা দশ চীনা গানের লিস্টে ছিলো। এ গানে বলা হয়েছে, 'এ দুই হাত আরো সুন্দর করে সাজানো যায় না। তার পিছনে সবসময় উষ্ণতা থাকে। ছোটবেলায় সব সময় মায়ের স্নেহবাহুল্যে বিরক্ত হতাম। বড় হয়ে নিজের ভুলের জন্য দুঃখবোধ করি। কিন্তু মায়ের ভালোবাসা কখনো কমেনি। বসন্তের বাতাসের মতো আমার মনকে সান্ত্বানা দেয় সে ভালোবাসা। তোমার স্নেহভরা দৃষ্টি আমাকে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে নিয়ে যায়। আমাকে বলতে দাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি'।

প্রিয় বন্ধুরা, 'সুর ও বানী' আসর আজকের মতো এখানেই শেষ করছি। আমি পেইচিং থেকে কামনা করছি আপনারা সবসময় ভালোবাসার আলোতে আলোকিত থাকুন এবং নিজের পছন্দের লোককে ভালোবাসুন। (ইয়ু/মান্না)


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040