প্রিয় বন্ধুরা, পছন্দ আর ভালোবাসা, এর পার্থক্য কি? আপনি বলতে পারেন? হয়তো ছোটবেলায় এ দুইটি শব্দকে স্পষ্টভাবে ভাগ করতে পারিনি। কিন্তু আমার মনে আছে, যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম তখন হংকংয়ের কোংফু টেলিভিশনে নাটক দেখতে খুব পছন্দ করতাম। একদিন একটি নাটকে একজন অভিনেতা এক অভিনেত্রীকে বললেন, 'দুঃখিত। আগে আমি বুঝতে পারিনি ভালোবাসার অনুভুতি কি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। যখন আমি তোমার কাছে কোনো ভুল করি তখন আমি তোমার কাছে মাফ চাই। দুঃখ প্রকাশ করতে চাই। কিন্তু যখন আমি আমার প্রেমিকার কাছে কোনো ভুল করি তখন আমার মনে ভীষণ ব্যথা লাগে, আমি কষ্ট পাই'।
বহু বছর পাড় হয়ে গেছে কিন্তু ওই অভিনেতার এ কথাটি আমার এখনো মনে আছে। আমার মনে হয়, এটা ছিলো পছন্দ ও ভালোবাসার ব্যাপারে একটি স্পষ্ট ব্যাখ্যা।
পছন্দ হোক আর ভালোবাসাই হোক, জীবনে যে কোনো একটা পেলেই তো তা সৌভাগ্যের ব্যাপার। তাই না বন্ধুরা?
'তোমাকে আমি পছন্দ করি' ছিলো হংকংয়ের জনপ্রিয় ব্যান্ডদল 'বিয়ন্ড'এর গান। এ দলের প্রধান গায়ক হুয়াং চিয়া জু এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন। গানটি ছিলো এ দলের অন্যতম প্রধান কাজ।
হুয়াং চিয়া জু
হুয়াং চিয়া জু সংগীত জগতে প্রবেশের প্রথম দিকে কোনো কারণে তার বান্ধবীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যান। প্রেম ত্যাগ করে তিনি নিজের সব সময় এবং মনোযোগ একমাত্র সংগীতকেই দিয়েছেন। এর জন্য যদিও তিনি অপরাধবোধে ভুগেছেন। ফলে তিনি 'তোমাকে আমি পছন্দ করি' নামে গানটি লিখেছেন। এর মাধ্যমে তার মনের হারানো প্রেমের ব্যথা প্রকাশিত হয়েছে। এ গানটি যেন এক বিলম্বিত প্রেমপত্র। তিনি ভীষণ আবেগ নিয়ে গানটি গেয়েছেন। এ গানের পিছনে তার মনের গভীর বেদনার চিত্র ফুটে উঠেছে স্পষ্টভাবে।
'তোমাকে আমি পছন্দ করি' নামে গানটিও ক্যান্টনিজ ভাষার গান। এ গান তত্কালীন হংকং সংগীত জগতে প্রাণবন্ত বাতাসের মতো ছিলো।
এ গানে বলা হয়েছে, 'মুখের বৃষ্টির জল মুছে ফেলে অসহায় দৃষ্টিতে দূরে তাকাই। মনের ভেতরে অসংখ্য হারানো স্মৃতি খেলা করে। অতীতের সেই মূহুর্তের হাসিমাখা মুখ এখনো মনে পড়ে। তোমাকে আমি পছন্দ করি। তোমার ও দু'চোখ প্রাণস্পর্শী। তোমার হাত ধরে স্বপ্নের কথা বলি আমি।'
বিয়ানপাদেচি
২০১৫ সালের ১৬ মার্চ তিব্বতী গায়িকা বিয়ানপাদেচির তিব্বত বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলে এই গানটি সরাসরি পরিবেশন করেন। তিনি তিব্বতী ভাষায় 'তোমাকে আমি পছন্দ করি' গানটি গান। তার গান শুনে ডাইনিং হলে ভাত খেতে বসা ছাত্র-ছাত্রীরা প্রথমে অবাক যায়। তারপর সবাই হাততালি দিয়েছে ডাইনিং হল মুখরিত করে তোলে। এ শিল্পীর গানের ভিডিও ওয়েবসাইটে দেওয়ার কয়েক দিনের মধ্যেই হিটের সংখ্যা এক কোটির বেশি হয়। তার কণ্ঠে তিব্বতী ভাষার 'তোমাকে আমি পছন্দ করি' গানটি লাসা থেকে পেইচিং, শাংহাই, চেংতু ও তাইপেইসহ নানা জায়গায় ছড়িয়ে গিয়ে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এবার শুনুন তিব্বতী গায়িকা বিয়ানপাদেচির গাওয়া 'তোমাকে আমি পছন্দ করি' নামের অপূর্ব এ গানটি।