তোমাকে আমি পছন্দ করি
  2016-01-13 19:10:54  cri


প্রিয় বন্ধুরা, আপনি কি জীবনে কখনো বিশেষভাবে কাউকে পছন্দ করেছেন? চীনে আমরা প্রায় একটি কথা শুনি, সঠিক সময় সঠিক মানুষের সঙ্গে মিলিত হওয়া সৌভাগ্যের ব্যাপার। কথাটি আসলেও সত্যি। সঠিক সময় ভুল মানুষের সঙ্গে মিলিত হলে এক ধরনের ব্যথার জন্ম হয় জীবনে। আর ভুল সময় ভুল মানুষের সঙ্গে মিলিত হলে তা এক ধরনের অসহায়ত্ব।

এক জীবনে একজন মানুষের কত লোকের সঙ্গে দেখা হয়, কত লোকের সঙ্গে সম্পর্ক হয়, পরিচয় হয়! কে হবেন আপনার জীবনের সঠিক মানুষটি! চলার পথে কেউ তা বলতে পারে না। আমি কামনা করি, প্রিয় বন্ধুরা, সবাই নিজের মনের মতো মানুষের দেখা পান এবং আনন্দময় জীবন উপভোগ করুন।

শ্রোতাবন্ধুরা, এবার আপনাদের গভীর প্রণয়ের কিছু গান শোনাবো। প্রথমেই আপনারা শুনবেন হংকংয়ের গীতিকার চেন পাই ছিয়াংয়ের সৃষ্টি করা একটি গানের সুর। গীতিকারের ইংরেজী নাম ড্যানি চেন। তার এ গানের নাম 'কেবল তোমাকে পছন্দ করি'। এ গানটি ১৯৮৩ সালে হংকংয়ের সেরা দশটি চীনা গানের পুরস্কার এবং ১৯৮৯ সালে টোকিও সংগীত উত্সবের টিবিএস পুরস্কার লাভ করে।

ড্যানি চেন

ড্যানি চেন, ১৯৫৮ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে মস্তিষ্কের সমস্যার অসুখে মারা যান তিনি। তবে এখনো অনেক শ্রোতা ও দর্শক তাকে ভীষণ মিস করেন। কারণ তিনি খুব দয়ালু ও সদাশয় মানুষ ছিলেন। তিনি বলতেন, 'আমি নিজের মনকে সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ আমার মন মহত্'।

প্রতি বছর বড়দিনে তিনি অনেক উপহার নিয়ে প্রত্যন্ত অঞ্চলের এতিমখানায় চলে যেতেন। তার বন্ধু চেন চিয়া ইং তাকে স্মরণ করে বলেন, 'একবার তিনি এক এতিমখানায় গিয়ে এক হাত-পাহারা শিশুর সঙ্গে সারা দিন খেলা করেন। ফিরে যাওয়ার সময় অনেক টাকা দিয়ে আসেন ছেলেটিকে। প্রতি বছর বড়দিনে তিনি এ ধরণের কাজ করতেন'।

এ প্রসঙ্গে ড্যানি চেন নিজেই বলেছেন, 'আমি এ সব কাজ করি। কারণ আমি এ সব কাজ করতে পছন্দ করি। আমি মনে করি, এটা আমার দায়িত্ব। এ কাজের সাথে আমার চাকরি বা আমার ব্রতের সঙ্গে কোনো সম্পর্ক নেই'।

ড্যানি চেন ছিলেন হংকংয়ের প্রথম প্রজন্মের প্রতিষ্ঠিত গায়ক। তিনি শুধু ভালো গানই গাইতে পারতেন তা নয়, বরং সুন্দর গান লিখতেও পারতেন। 'কেবল তোমাকে পছন্দ করি' হচ্ছে তার একই নামের অ্যালবামের প্রধান গান। গানের কথা লিখেছেন চাং কুও চিয়াং, সুর করেছেন ড্যানি চেন নিজেই। ১৯৮৩ সালে অ্যালবামটি প্রকাশিত হয়। এ গানটি ছিলো ড্যানি চেনের গায়কি ভঙ্গির এক স্পষ্ট শৈল্পিক রেখা। এর আগে তিনি প্রধানত শহুরে লোকসংগীত গাইতেন। বেশির ভাগ সময় পিয়ানো ও গিটার ব্যবহার করতেন। ১৯৮২ সালের অগাস্ট মাসে তিনি 'কেবল তোমাকে পছন্দ করি' অ্যালবাম প্রকাশের পর টানা ছয় সপ্তাহ ধরে সিডি বিক্রিতে চ্যাম্পিয়ন হন। এ গানটি সবার কাছে ব্যাপক প্রশংসিত হয়।

বন্ধুরা, এবার শুনুন ড্যানি চেনের কণ্ঠে 'কেবল তোমাকে পছন্দ করি' নামের এ রোমান্টিক গানটি।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা হংকংয়ের প্রয়াত গায়ক ড্যানি চেনের গাওয়া 'কেবল তোমাকে পছন্দ করি' নামের গানটি শুনলেন। এ গানটি ক্যান্টনিজ ভাষায় লেখা। গানের অর্থ এমন, 'কাতরতা দূর করা যায় না। কেন আমার মনে শূন্যতা? আবেগ হারালে সব হারিয়ে যায়। মনভরা বিষাদ নির্মূল করা যায় না। কেন তোমার মুখে সবসময় একই কথা! আমি কেবল তোমাকেই পছন্দ করি? কেন আমি প্রতি মূহুর্তে অতীতের কথা স্মরণ করি? কেন তুমি সব ভুলে গেছো? কেন আমি কেবল তোমাকে পছন্দ করি?'

২০১৫ সালে চীনের মূলভূখন্ডের পরিচালক শু চাং'হংকংয়ে হারিয়ে যাওয়া' নামের চলচ্চিত্রে এ গানটি ব্যবহার করেন। এর ফলে গানটি আবার দর্শকদের স্মৃতিতে ফিরে আসে। গানের সুর ও কথা অনেককে নতুন করে মুগ্ধ করেছে।

২০১৫ সালে মালয়েশিয়ার গায়িকা লি শিং নি 'চীনের সুকণ্ঠ' প্রতিযোগিতায় 'কেবল তোমাকে পছন্দ করি' গানটি গেয়েছেন। নারীকণ্ঠে গাওয়া এ গানটি আমাদের অন্য রকম অনুভুতি দেয়।

বন্ধুরা, এবার শুনুন লি শিং নির গাওয়া 'কেবল তোমাকে পছন্দ করি' গানটি।

লি শিং নি

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040