২০১৫ সালের টিভি নাটকের গান
  2016-01-07 19:13:10  cri

বন্ধুরা, ২০১৫ সাল ছিলো বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধ জয় ও জাপানের আগ্রাসনবিরোধী যুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী। বিভিন্ন সময় চীনে জাপানবিরোধী যুদ্ধ বিষয়ক বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। এগুলোর মধ্যে 'ভানকারী' নামে নাটকটি বিশেষভাবে প্রশংসা পেয়েছে। এ নাটকের প্রধান অভিনেতারা 'লাং ইয়া পাং' নাটকেও অভিনয় করেছেন। তাদের আবার এ নাটকে অভিনয় করতে দেখে দর্শকদের কাছে পরিচিত মনে হয়েছে।

মিং পরিবারের ভাই বোনরা

'ভানকারী' নাটকটির মোট ৩৬টি পর্ব। নাটকটি জাপানবিরোধী যুদ্ধের সময়ে ওয়াং চিং ওয়েই  পুতুল সরকার প্রতিষ্ঠার পটভূমিতে শাংহাইয়ে মিং পরিবারের তিন ভাই বোনের দৃষ্টিতে যুদ্ধের সময় কুওমিনতাং পার্টি, কমিউনিস্ট পার্টি এবং হানাদার জাপানি বাহিনীর মধ্যকার সংগ্রাম ও লড়াইয়ের কাহিনী বর্ণনা করা হয়েছে। এ নাটকের প্রধান গানের নাম 'মনের কথা বলবো'। গেয়েছেন দো লিয়াং।

এ গানের কথা এমন, 'বসন্তকালের নদীর পানির মতো তোমার কাছে ভেসে এসেছি। তুমি কি কোনো আওয়াজ শুনেছো? তোমার ছায়া আমার মনে পড়েছে। তোমার কথা আমার প্রায় মনে পড়ে। আমি অপেক্ষা করি, কোনো এক রাতে তোমাকে মনের কথা বলবো'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের জনপ্রিয় টেলিভিশন নাটক 'ভানকারী'-র প্রধান গান 'মনের কথা বলবো' শুনলেন।

এ পর্বের সংগীতানুষ্ঠানে আপনাদের চীনের তিনটি টেলিভিশন নাটক এবং এসব নাটকের প্রধান গানগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। কেমন লাগলো?

এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম Anandi Yu.

অনুষ্ঠান আবার শুনতে চাইলে আমাদের ওয়েবসাইটে bengali.cri.cn ভিজিট করুন। সেখানে আপনারা ছবি, অডিও ও লেখাসহ সবকিছু পাবেন।

বন্ধুরা, এবার আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, কল্যাণে থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)

 


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040