২০১৫ সালের টিভি নাটকের গান
  2016-01-07 19:13:10  cri

প্রিয় বন্ধুরা, ২০১৫ সালে চীনের সবচেয় জনপ্রিয় নাটক 'লাং ইয়া পাং' এ কথা কিন্তু ভুলে যাবেন না। ৫৫টি পর্বের এ টেলিভিশন নাটকটি শানতুং মিডিয়া কর্পোরেশন এবং পেইচিংয়ের শাং চি  ফিল্ম লিমিটেডসহ কয়েকটি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি একটি ঐতিহাসিক নাটক।

টেলিভিশন নাটক 'লাং ইয়া পাং'

এ নাটকের প্রধান চরিত্রের নাম মেই ছাং সু। মেই ছাং সু এবং তার বাবা প্রাচীনকালে চীনের এক রাজ্যের জেনারেল ছিলেন। কিন্তু অন্যের দেওয়া মিথ্যা অপবাদের কারণে রাজার আস্থা হারিয়ে তাদের বাহিনীর সকল সৈন্য ও অফিসার মারা যায়। মেই ছাং সু নিজেও মারাত্মক আহত হন। ফলে তার সারা শরীর ও চেহারা বদলে যায়। দশ থেকে বারো বছর পর তিনি অতীতের ভুল শুধরানোর জন্য নতুন মর্যাদা নিয়ে রাজধানীতে ফিরে আসেন। মনে গভীর ঘৃণা থাকায় তিনি অসুস্থ শরীর উপেক্ষা করে বেশ কিছু বুদ্ধিমান পরিকল্পনা করেন। অবশেষে সকল শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নেন তিনি।

মেই চাং সু

তরুণ অভিনেতা হো গে এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। হো গে অল্প বয়স থেকে কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে দ্রুত জনপ্রিয় তারকায় পরিণত হন। কিন্তু ২৪ বছর বয়সে তিনি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বিশেষ করে তার চেহারা প্রায় নষ্ট হয়ে যায়। অনেকে মনে করতেন, এ অভিনেতার অভিনয় জীবন শেষ হয়ে গেছে। কিন্তু তিনি অসাধারণ সাহস ও সহিষ্ণুতার মাধ্যমে বারবার অপারেশনের কষ্ট সহ্য করেছেন। অবশেষে দশ বছর পর আবার টেলিভিশন নাটকের প্রধান চরিত্র অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে ফিরে আসেন তিনি। তার অভিনিত 'মেই ছাং সু' চরিত্রটি সকলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ২০১৫ সালের ৪ নভেম্বর এশিয়ান টেলিভিশনে নাটক বিষয়ক আলোচনা সভায় তাকে 'এশিয়ার বিশেষ অবদান পুরস্কার' দেওয়া হয়েছে। বর্তমানে হো গে চীনের তরুণ-তরুণীদের আদর্শে পরিণত হয়েছেন। তিনি 'লাং ইয়া পাং' এর প্রধান গানটিও গেয়েছেন। গানের নাম 'যখন বাতাস আসে'। গানে মেই ছাং সু চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। শুনুন তাহলে গানটি।

মিহুয়াং

প্রিয় শ্রোতা, টেলিভিশন নাটক 'লাং ইয়া পাং'-এর প্রধান নারী চরিত্র রাজকুমারী মিহুয়াং ছোটবেলা থেকে মেই ছাং সু'র প্রেমে পড়েন। কিন্তু অন্যজনের ষড়যন্ত্রে মেই ছাং সু'র মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে মিহুয়াং বহু বছর একাই ছিলেন। এক সময় তিনি সীমান্ত অঞ্চলের সেনাবাহিনীর জেনারেল হন। কাজের ফাঁকে তিনি প্রায়ই প্রেমিক মেই ছাং সু'র কথা স্মরণ করেন। কিন্তু যখন মেই ছাং সু আবার রাজধানীতে ফিরে আসেন তখন তার নিরাপত্তার প্রয়োজনে দু'জন প্রকাশ্যে পরস্পরের পরিচয় দিতে পারতেন না। মনের দুঃখও প্রকাশ করা যেত না। অভিনেত্রী লিউ থাও 'মিহুয়াংয়' চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকে একটি গানও গেয়েছেন তিনি। গানের নাম 'সুন্দরী বৃদ্ধ হয়েছে'। গানের কথা লিখেছেন ইউয়াং লিয়াং, সুর করেছেন ছাও চিয়া লিন। এটি একটি দুঃখে ভরা হৃদয়স্পর্শী প্রেমের গান। এ গানটি শুনলে নাটকের অনেক দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এ গানে বলা হয়েছে, 'তোমায় কত মিস করি, কিন্তু দেখতে পাই না। বিদায় করতে চাই না। কিন্তু বাধ্য হয়ে বিদায় করি। যুদ্ধের আগুন কবে বন্ধ হবে! দেশের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আগের সেই সুন্দরী মেয়েটি বৃদ্ধ হয়ে গেছে। সময়ের পরিবর্তন হলেও আমার প্রেম অপরিবর্তিত।'

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040