সুরের ধারায়: আবার দেখা হবে
  2016-01-06 19:53:53  cri

বন্ধুরা, চীনা ছান্দিক এই গানটি আপনাদের কেমন লাগলো? আমরা জাইং চেন ইয়ুএ-র আর একটি জনপ্রিয় গান শুনবো। গানটির নাম 'বিদায়'।

এ গানটিতে বলা হয়েছে, তোমাকে বিদায় বলার সুযোগ হবে না, তাই আমার ভয় লাগছে। কারণ, হয়তো আমাদের আর দেখা হবে না। কাল আমি পরিচিত জায়গা এমন কি তোমাকে ছেড়ে চলে যাবো। যাওয়ার আগে আমার চোখের পানি ঝরছে। আমি তোমার ওই চেহারা মনে রাখবো। তোমার বিনয় আমি জমিয়ে রাখবো। তোমার সঙ্গে কাটানো দিনগুলো ভুলবো না। আমি ফিরতে পারবো কি না তা জানি না; তবে পিছন ফিরে আর তাকাবো না হয়তো।

শ্রোতাবন্ধুরা, কোনো কোনো মানুষ সারা জীবন ধরে যোগাযোগের সমস্যা কিভাবে দূর করতে হয় তা শিখে।যারা শিখতে পারে না তারা অবশেষে বিদায় বলে। ইয়াং জং ওয়ের 'স্পেস'নামের গানটি আমরা শুনবো।

ভালোবাসায় দু'জনেরই সাড়া দেওয়া উচিত। এটাই আসলে সহজ এবং স্বাভাবিক। ভালোবাসা প্রকাশ করা কঠিন নয়; কিন্তু তুমি এত হতাশা কেন! উত্তর দেওয়ার দরকার আর নেই। আমি মনে করি তুমি আমাকে ভালোবাসো।

এবং তুমি প্রতিশ্রুতি ভাঙ্গতে পারবে না। কিন্তু আমরা যা বলেছিলা, আজ দেখছি আমাদের মাঝে সীমাবদ্ধার একটি দেয়াল তৈরি হয়েছে। তবে হয়তো তুমি আমার প্রেমিক নও। ভালোবাসলে তোমাকে ত্যাগ করতে হবে; হয়তো সম্পর্কছেদই আমাদের পছন্দ! সম্পর্কছেদই হয়তো আমাদের গন্তব্য।

জে চৌ

শ্রোতা, ২০০৫ সালে তাইওয়ানের গায়ক জে চৌ 'Initial D' নামে একটি চলচ্চিত্রে একটি রেসিং কারের ড্রাইভারের ভূমিকা অভিনয় করেন। এ চলচ্চিত্রে দেখানো হয় তিনি গাড়ি রেসিংয়ের জন্য প্রেম ত্যাগ করেন। এই গল্প নিয়ে তিনি 'উত্তরে যাই' নামে একটি গান রচনা করেন।

গানটির কথা প্রায় এমন, উইং মিররের বিশ্বকে আমি বিদায় বলি; তুমি উত্তর দিকে মুখোমুখি দাড়িয়ে আছ। তোমার চেহারা এখনও দেখতে সুন্দর! আমি তোমাকে আমার চোখের মধ্যে রাখতে চাই। কিন্তু একই সময় তোমার কাঁন্না শোনা যায়; গাড়ির বাইরের অতীত হারিয়েছি আমি। কিন্তু আমাদের চোখে পানি রয়েছে। রাস্তার পাশের দৃশ্য আমার চোখে ভাসছে। আমি উত্তরে যাই, কোন ঋতুতে তুমি আছো তা দেখে ছাড়বো। তোমার ক্লান্ত লাগে,তাই তুমি কাউকে

ভালোবাসবে না বলেছো। পাহাড়ের রাস্তায় বাতাস বইছে, অতীতের স্মৃতি ভেসে ওঠে, সব আমার দোষ। কতবার আমি তোমাকে বেদনা দিয়েছি। আমি উত্তরে যাই কোন ঋতুতে তুমি আছো তা দেখে ছাড়বো। স্টিয়ারিং হুইলেআমার বেদনারা যেনঘুরছে। আমি গাড়ির গতি বাড়াই; কিন্তু নিজের দুঃখ ঝেড়ে ফেলতে পারি না। কতবার তোমাকে বেদনা দিয়েছি তা গুনছি।

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040