সুরের ধারায়: আবার দেখা হবে
  2016-01-06 19:53:53  cri

বন্ধুরা, জিয়াং চেন ইয়ুএ তাইওয়ানের একজন বিখ্যাত গায়ক। ১৯৯৩ সালে তিনি তার প্রথম অ্যালবাম বের করেন। তার অনেক গান চীনে খুব জনপ্রিয়। তার মধ্যে 'ভালোবাসলে আমাকে ত্যাগ করো না' নামে একটি গান সবচেয়ে বিখ্যাত। ১৯৯৮ সালে তিনি এ গানটি রচনা করেন।অন্য অনেক গায়ক গানটির কভার সংস্করণ বের করায় গানটি আরও জনপ্রিয় হয়েছে। আজ আমরা গানটির মূল সংস্করণ শুনবো।

জিয়াং চেন ইয়ুন

গানটির কথা প্রায় এমন, এখনও আমি এভাবে একাই আছি। রাতে একা থাকলে দুঃখ লাগে মনে। অনেক কিছু ভাবার সাহস আমার নেই। কারণ আমি একদম একা। চাঁদের আলোতে আমার ছায়া লম্বা দেখায়। খালি রাস্তায় চলেছি; আমি তোমাকে মিস করছি। কিন্তু তোমার খবর পাওয়া যাচ্ছে না। ভালোবাসলেআমাকেত্যাগকরোনা, আমাকে ভালোবাসো না বলো না; আমাকে কিছু প্রেমদাও।

প্রিয় শ্রোতা, ভালোবাসা থাকলে হয়তো বিদায়ের দরকার নেই। কিন্তু মাঝে মাঝে ভালোবাসা থাকলেও বিদায় বলতে হবে।

প্রাচীনকালে চীনে মাঝে মাঝে যুদ্ধ হতো। হান রাজবংশের একজন বিখ্যাত সেনা প্রধান হো ছু বিং বলেছেন, 'আক্রমণকারীকে উপড়ে না ফেললে কী উপায়ে বাড়ি গঠন করবো?' তাই যুদ্ধের সময় পুরুষ মাতৃভূমি রক্ষা করতে দূরে গিয়ে যুদ্ধে অংশ নিতো। আপনজনদের সাথে আর দেখা হবে কি না কেউ জানতো না। যুদ্ধের কারণে স্বামী-স্ত্রীর বিভক্ত হওয়ার গল্পসাহিত্য, গল্প, কবিতায় বার বার উঠে এসেছে।

এখন আমরা জেজে লিনের 'ছি বিতে মাতাল'নামে একটি গান শুনবো।ছি বি চীনের ইতিহাসে খুবই বিখ্যাত জায়গা।কারণ সেখানে একটি বিখ্যাত যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে উ অঞ্চলের সেনা প্রধান চৌ ইয়ু নিজ অঞ্চলের সেনাবাহিনীকে সাথে নিয়ে দেশের সবচেয়ে সেরা সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন। চৌ ইয়ুর স্ত্রী শিয়াও ছিয়াও অপূর্ব সুন্দরী। যুদ্ধকালীন তাদের গল্প সম্পর্কে এই গান এখন আমরা শুনবো।

জেজে লিন

গানটির অর্থ প্রায় এমন, ঝারাপাতা কয়েক স্তরে জমে রয়েছে, আমার যৌবনও শেষ। একজনের কাঁন্নার শব্দ শোনা যায়। প্রেমে পড়লে প্রতিবার এক গিঁট দিতে হবে। কিন্তু আমি এখনও অপেক্ষা করছি। সারাজীবন শুধু তোমাকেই ভালোবাসবো। তুমিই আমার প্রেমিকা, আমি তোমার চোখে তা নিশ্চিত করেছি। আমি তরবারি নিয়ে পিছনে ফিরি; কিন্তু লাল ঠোঁটের মতো রক্তে পড়ে যাই। রাজবংশের স্মৃতি আমার মনে পড়ে। আমাকে ক্ষত করেছে তরবারি নয়, তুমিই।

তুমি আমার প্রেমিকা। আমি তোমার চোখে তা নিশ্চিত করেছি। আমি অভিযানের জন্য দূরে চলে যাবো। পথের চলা ঘোড়ার পদধ্বনী শুনে হয় যেন কাঁন্নার শব্দ। চাঁদের আলো পাহাড়ের পাথরে ঝরে পড়ে; আমি প্রেম প্রকাশ করতে তোমার

কণ্ঠস্বর অনুসরণ করি। শহরের প্রচীরে বয়সী গাছের মূল স্মৃতির মতো বিস্তার লাভ করে। কার হৃত্স্পন্দন শোনা যায় তুমি জিজ্ঞাসা করো; আমি দুঃখ ভুলে যেতে মদ পান করি। আমি ছি বিতে মাতাল পড়ে থাকি চোখের জলে।

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040